Home National মিজোরামে রানওয়ে থেকে ছিটকে গেল মায়ানমারের সামরিক বিমান, আহত ৬

মিজোরামে রানওয়ে থেকে ছিটকে গেল মায়ানমারের সামরিক বিমান, আহত ৬

by Shreya Maji
37 views

মহানগর ডেস্ক:  বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। মিজোরামে মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে মায়ানমারের সেনার বিমান। তাতেই  আহত হয়েছেন ৬ জন। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হয় সুরক্ষাবাহিনীর কর্তারা। দ্রুত উদ্ধার করা হয় বিমানে থাকা যাত্রীদের।

মঙ্গলবার মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময়  মায়ানমারের সামরিক  বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে জায় বলেই খবর মিলেছে। দুর্ঘটনায় ৬  জন আহত হয়েছেন। সামরিক বিমানটিতে মোট ১৪ জন  যাত্রী ছিলেন। এই বিমানে করে মায়ানমারের  সেনাদের ফিরিয়ে  নিয়ে যাওয়ার কথা ছিল।  সূত্রের খবর,  সম্প্রতি  মায়ানমারের সেনাবাহিনী ও বেসামরিক সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে মিয়ানমারের সেনারা লংটলাই জেলা থেকে পালিয়ে  গিয়েছে। এটাও জানা গিয়েছে,  মায়ানমারের সেনারা ১৭ জানুয়ারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দক্ষিণ মিজোরামের লংটলাই জেলার ভারত-মায়ানমার-বাংলাদেশ ত্রি সংযোগস্থলে অবস্থিত বান্দুকবাঙ্গা গ্রামে প্রবেশ করে এবং আসাম রাইফেলসের কাছে যায়। সেনাদের লেংপুই বিমানবন্দর থেকে মিয়ানমারের বিমান বাহিনীর বিমানে রাখাইন রাজ্যের সিত্তওয়েতে নিয়ে যাওয়া হয়।

ভারত সোমবার  ১৮৪ জন মায়ানমারের সেনাকে ফেরত পাঠিয়েছে, যারা গত সপ্তাহে একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর সাথে বন্দুকযুদ্ধের মধ্যে মিজোরামে পালিয়ে গিয়েছিল । এটি নিশ্চিত করে আসাম রাইফেলসের একজন কর্মকর্তা বলেছেন যে গত সপ্তাহে মোট  ২৭৬ জন   মায়ানমারের সেনা উত্তর-পূর্ব রাজ্যে প্রবেশ করেছে।

You may also like