HomeNationalশস্যভর্তি বস্তার নিচে চাপা পড়ে মৃত ৭ শ্রমিক

শস্যভর্তি বস্তার নিচে চাপা পড়ে মৃত ৭ শ্রমিক

- Advertisement -

মহানগর ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা কর্নাটকে। ১১ জন শ্রমিক শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন। ৭ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে। সোমবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিজয়পুরের একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারি গুদামে(warehouse)

জানা গিয়েছে,কর্নাটকের বিজয়পুরা শিল্পতালুক এলাকায় একটি গুদামে সোমবার রাতে কাজ করছিলেন প্রায় ৫০ জন শ্রমিক। সেই গুদামের একদিকে মজুত করা ছিল সারি-সারি গমের বস্তা। হঠাৎ করেই গুদামের একাংশে ধস নামে। কিছু বোঝার আগেই সেখানে কর্মরত ১১ জন শ্রমিক গমের স্তূপের নীচে চাপা পড়ে যান।

পরিস্থিতি এমন হয় যে, তাঁদের উদ্ধার করতে আসে পুলিশ, দমকলবাহিনী। তারপর দীর্ঘক্ষণ চেষ্টা করেও শ্রমিকদের উদ্ধার করা যায়নি। অবশেষে শ্রমিকদের উদ্ধার করতে বুলডোজার নামানো হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত মাত্র ৩ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁদের চিকিৎসার জন্য।এখনও উদ্ধারকাজ চলছে।ইতিমধ্যে পরিবারগুলির জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।

Most Popular