মহানগর ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের। ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। যার পরেই এলাকাজুড়ে প্রবল চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
বুধবার ভোরে উত্তরপ্রদেশের বারাণসীতে একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ ঘটে । ভোর ৪টার দিকে ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গাড়িটি বারাণসী-লখনউ হাইওয়েতে বেনারস থেকে পিলিভীতের দিকে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ৮ জন মারা গিয়েছেন। ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসী সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।