Home National যৌথ বাহিনীর অভিযানে বড় সাফল্য, এনকাউন্টারে মৃত ৯ মাওবাদী

যৌথ বাহিনীর অভিযানে বড় সাফল্য, এনকাউন্টারে মৃত ৯ মাওবাদী

by Shreya Maji
98 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বড় সাফল্য। মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে এনকাউন্টারে ৯ মাওবাদী নিহত হয়েছে। এর আগে গত ২৭ মার্চ ছত্তিশগড়েই  এনকাউন্টারে  ২ মহিলা ক্যাডার সহ ৬ মাওবাদীর মৃত্যু হয়েছিল। তার পরেই ফের নকশাল দমনে এল সাফল্য।

মঙ্গলবার   সকাল  ৬টার দিকে লেন্দ্রা গ্রামের কাছে একটি জঙ্গলে এনকাউন্টার শুরু হয় ।  নিরাপত্তা  বাহিনীদের একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযান পরিচালনা করার সময়েই গুলির লড়াই শুরু হয়। অভিযানের জন্য ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (COBRA) এর সদস্যদের মোতায়েন করা হয়েছে।এনকাউন্টারের পরে নিরাপত্তা কর্মীরা একটি হালকা মেশিনগান এবং অন্যান্য অস্ত্র সহ বেশ কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে।

 জানিয়ে রাখা ভাল, বিজাপুর, যা বস্তার অঞ্চলে অবস্থিত, মাওবাদী কার্যকলাপের কেন্দ্রস্থল। পুলিশ  জানিয়েছে, এই বছর এখনও পর্যন্ত বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে প্রায়  ৪১ জন  মাওবাদী নিহত হয়েছে। লোকসভা নির্বাচনের কয়েকদিন আগেই এই এনকাউন্টার শুরু হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য,  বস্তার লোকসভা কেন্দ্রে  ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে। ভোটের আগে কোনও মাওবাদী কার্যকলাপ প্রভাব না ফেলে সেই কারণে জোরাল অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved