Home National AIIMS-এ করতে হবে ছেলের চিকিৎসা, ১০০ ফুট উঁচু টাওয়ারে চড়লেন বাবা

AIIMS-এ করতে হবে ছেলের চিকিৎসা, ১০০ ফুট উঁচু টাওয়ারে চড়লেন বাবা

by Shreya Maji
0 views

মহানগর ডেস্ক:  ছেলের চিকিৎসা করতে হবে দিল্লি AIIMS-এ। উপায় না পেয়ে উঁচু টাওয়ারে চড়লেন অসহায় বাবা। ছেলের চিকিৎসার দাবিতে তিনি ১০০ ফুর উঁচু টাওয়ারে ওঠেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। ওই ব্যক্তির অভিযোগ, স্থানীয় হাসপাতাল তাঁর ছেলের সঠিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে না। তাই দিল্লি এইমসে চিকিৎসা করা হোক ছেলের, দাবি বাবার।

স্থানীয় হাসপাতালে ছেলের চিকিৎসার ঠিকমতো না হওয়ার কারণে অসহায় বাবা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে বসলেন। হাসপাতালে ছেলের সঠিক চিকিৎসা না হওয়ার প্রতিবাদ জানালেন এইভাবেই। একই সঙ্গে ওই অসহায় বাবা দাবি করলেন, তাঁর ছেলের চিকিৎসা যাতে দিল্লি এইমসে করা হয়। ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে বসা ওই ব্যক্তির অভিযোগ, স্থানীয় হাসপাতাল গুলিতে তাঁর ছেলের চিকিৎসায় অনেক গাফিলতি রয়েছে। একটি হাসপাতালে ভর্তি করলে তারা আবার অন্য হাসপাতালে রেফার করে দিচ্ছে। রেফার করা হাসপাতালে ভর্তি করতে গেলে তারা আবার অন্য কোন হাসপাতালে রেফার করছে। দীর্ঘদিন ধরে এই ভাবেই চলে আসছে। হাসপাতালগুলির এই ধরনের কার্যকলাপে রীতিমতো ক্ষুব্ধ হয় ওই অসুস্থ ছেলেটির বাবা।

শুধু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এমনটা নয়। ছেলের চিকিৎসার জন্য যখন তিনি জমি বিক্রি করতে চাইছিলেন, সেই সময় জমি মাফিয়ারা বিক্রিতে বাধা দেয় এবং “জমি বিক্রি করতে দেয়নি” বলে অভিযোগ করে তিনি। ১০০ ফুট টাওয়ারের উপরে উঠে বসে এই ভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ সহ জমি মাফিয়াদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন। টাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন অবশ্য ওই ব্যক্তিকে বারবার করে নিচে নেমে আসার জন্য অনুরোধ জানান।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved