মহানগর ডেস্ক: গভীর রাতে বাড়ি ফেরার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পরে লখনউতে তাঁদের অ্যাপার্টমেন্টে স্ত্রীকে সন্তানদের সামনে ছুরি দিয়ে হত্যা করল এক ব্যক্তি। স্ত্রীকে হত্যার পর, ছেলেমেয়েরা তাঁকে একটি ঘরে তালা দেওয়ার চেষ্টা করলে লোকটি সমাজের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। জানা গিয়েছে, অভিযুক্ত আদিত্য কাপুর একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
শনিবার দেরিতে তিনি বাড়ি ফিরে আসার কারণে দম্পতির মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। দম্পতির দুই সন্তান তাদের বাবা-মাকে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখে দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে। তারা পুলিশকে জানায় যে তাদের বাবা তাদের মাকে ছুরিকাঘাত করেছে।
হত্যার পর শিশুরা তাদের বাবাকে একটি ঘরে তালাবদ্ধ করার চেষ্টা করলেও তিনি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলা থেকে লাফ দেন। অভিযুক্তকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদিত্য কাপুর এর আগে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন।