মহানগর ডেস্ক: ফের অঘটন। সুপারফাস্ট এক্সপ্রেসের বগিতে লেগে গেল আগুন। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের ইটাওয়াতে। যেখানে নয়াদিল্লি-দারভাঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেসের একটি বগিতে লেগে গিয়েছে ভয়াবহ আগুন। ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত আগুনের এই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। কিন্তু কীভাবে লাগল এই আগুন? আধিকারিকদের মতে, ট্রেনটি যখন সরাই ভূপত স্টেশন দিয়ে যাচ্ছিল, স্টেশন মাস্টার ট্রেনটির স্লিপার কোচে ধোঁয়া লক্ষ্য করেছিলেন।
এরপর ধোঁয়ার কথা ট্রেনের চালক ও গার্ডকে জানিয়ে তড়িঘড়ি ট্রেন থামান স্টেশন মাস্টার। পরে সেই স্লিপার কোচ থেকে জরুরি ভিত্তিতে যাত্রীদের নামানো হয়। এমনকী ট্রেনে আগুন লাগার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন যাত্রী লাফিয়ে পড়েন ট্রেন থেকে।
সূত্রের খবর, ট্রেনে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল।উত্তর প্রদেশের সরাই ভূপত রেলওয়ে স্টেশনের কাছে আগুনের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।