Home National প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে গুলি করে হত্যা দুই বাইক চালকের

প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে গুলি করে হত্যা দুই বাইক চালকের

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক, নয়ডা: ফের দুর্ঘটনা গ্রেটার নয়ডায়। মঙ্গলবার দুই অজ্ঞাত মোটরসাইকেল চালক প্রকাশ্যে রাস্তার মধ্যেই এক মহিলাকে গুলি করে ঘটনাস্থল থেকেই পালায়। ঘটনাস্থলেই মারা (Murder) যান, ৪০ বছর বয়সী ওই মহিলা। ঘটনাটি ঘটেছে দাদরি থেকে সুরাজপুর যাওয়ার পথে। মহিলাটি লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। কিন্তু কেন তাঁকে হত্যা কর হল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নয়ডা থানার পুলিশ। সকাল ৮.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

ঘটনার তদন্তাধীন এক পুলিশ মুখপাত্র জানিয়ে ছেন, “ওই মহিলার নাম রাজকুমারী। ঘটনার সময় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়ির কিছুটা দূরে মহিলার জন্যে অপেক্ষা করছিল। তিনি বাড়ির কাছে যাওয়া মাত্রই ওই দুই মোটরসাইকেল আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি চাক্ষুষ করা মাত্রই মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় তাঁরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।” রাজকুমারীর মেয়ে পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর মায়ের সঙ্গে তাঁর মাসির আর্থিক সংক্রান্ত বিরোধ ছিল। সেই শত্রুতার বশে এই ঘটনা ঘটতে পারে।

রাজকুমারীর বোন হরিয়ানার পালওয়াল জেলার গ্রামের বাসিন্দা। দুই ভাইবোনের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোযারা নিয়ে প্রায়শই ঝামেলা চলত। রাজকুমারীকে কয়েকবার তাঁরা মৃত্যুর হুমকিও দিয়েছিলেন। গ্রেটার নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিয়ান খান বলেছেন যে, ইতিমধ্যেই স্থানীয় দাদরি থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। শীঘ্রই মামলা শুরু হবে।

You may also like