Home National অধীরের দাবি ঘিরে জল্পনা, নয়া সংবিধান নতুন সংসদ ভবনে

অধীরের দাবি ঘিরে জল্পনা, নয়া সংবিধান নতুন সংসদ ভবনে

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: নয়া সংসদ ভবনের পথচলা শুরু হয়েছে মঙ্গলবার ঢাক-ঢোল পিটিয়ে। সকলেই নস্ট্যালজিক ছিলেন পুরনো সংসদ ভবন ছেড়ে আসার লগ্নে। শাসক থেকে বিরোধী সবাই স্মৃতিচারণায় মগ্ন। টুকটাক কটাক্ষ থেকে পালটা কটাক্ষের পালা চলে, নয়া সংসদ ভবনের প্রথম অধিবেশনের দিন। কিন্তু,অধীর রঞ্জন চৌধুরী তার মধ্যেই এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন। তাঁর দাবি, ধর্মনিরপেক্ষক এবং সমাজতান্ত্রিক শব্দবন্ধ সংবিধানের মুখবন্ধ থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,সমস্ত সাংসদদের হাতে নতুন সংবিধান ভবনে পা দিতেই তুলে দেওয়া হয় একটি করে সংবিধান। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, এই সংবিধানের কপির মুখবন্ধে নেই ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু’টি।রাজনৈতিক মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে লোকসভায় কংগ্রেসের দলনেতার এই দাবিকে ঘিরে।কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কাউকে কিছু না জানিয়ে সংবিধানের মুখবন্ধে কাটছাঁট করেছে।

অধীর রঞ্জন চৌধুরীর দাবি ,আগামী দিনেরও সংবিধান পালটে ফেলা হতে পারে।কংগ্রেস সাংসদ সংবাদমাধ্যমে এই নিয়ে মুখ খুলেছেন। অধীরের কথায়, ‘নতুন সংসদভবনে আমরা যে সংবিধান হাতে নিয়ে প্রবেশ করেছি, তার মুখবন্ধে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দু’টি নেই। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’

প্রসঙ্গত,দেশের নাম বদল নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে জি-২০ সম্মেলনের প্রাক পর্ব থেকেই।’ভারত’ ব্যবহৃত হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক জায়গায় ‘ইন্ডিয়া’ মুছে।যা নিয়ে বিরোধীরা ভ্রু কুঁচকেছে । সকলেরই দাবি, মোদী সরকার দেশের নাম বদলে ফেলতে উদ্যত।কেন্দ্র যদিও সরকারিভাবে এই নিয়ে মুখ খোলেনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved