Home National মমতার দেখানো পথে কেজরিওয়াল, লোকসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত AAP-এর

মমতার দেখানো পথে কেজরিওয়াল, লোকসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত AAP-এর

by Shreya Maji
40 views

মহানগর ডেস্ক: লোকসভার আগে বিরোধীরা এক জোত হওয়ার বদলে ছন্নছাড়া হয়ে পড়ছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এমনটাই বলছে। হাত শক্তিশালী হওয়ার বদলে জোট শরিকদের কাজে আরও দুর্বল হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল একা লড়াই করবে এই ঘোষণার পরেই  ফের ধাক্কা খেল কংগ্রেস। ইন্ডিয়া জোটের আরও এক অংশীদার আম আদমি পার্টিও(AAP) হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই। আপও জানিয়ে দিল লোকসভা নির্বাচনে তারাও একাই লরাই করবে।

 বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং   আপ নেতা ভগবন্ত মান বুধবার রাজ্যে দুটি দলের মধ্যে জোটের কথা অস্বীকার করেছেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই করার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পর মান এই মন্তব্য করেছেন। মমতার এই এককভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং  আপ তা অনুসরণ করবে কিনা জানতে চাইলে মান বলেছিলেন, “পাঞ্জাবে, আমরা এমন কিছু (কংগ্রেসের সঙ্গে জোট) করব না। কংগ্রেসের  সঙ্গে আমাদের কিছুই নেই।”  মুখ্যমন্ত্রী মানআস্থা প্রকাশ করে বলেছেন,  রাজ্যের  ১৩টি লোকসভা আসনে তাঁর দল বিজয়ী হবে। এমনকি  আপ সুপ্রিমো কেজরিওয়াল AAP-এর পাঞ্জাব ইউনিটের এককভাবে  লোকসভা নির্বাচনে লড়াই করার প্রস্তাব অনুমোদন করেছেন  বলেই সূত্র জানিয়েছে। AAP পাঞ্জাবে কংগ্রেসের  সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছে, গ্র্যান্ড  ওল্ড পার্টির বিরুদ্ধে আসন ভাগাভাগির বিষয়ে একগুঁয়ে মনোভাব থাকার অভিযোগ এনেছে।

উল্লেখ্য, বুধবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তাঁর দল তৃণমূল কংগ্রেস রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মমতা বলেছেন, “আমি তাদের যে প্রস্তাবই দিয়েছি, তারা সবই প্রত্যাখ্যান করেছে তারপর থেকে, আমরা পশ্চিমবঙ্গে একা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” একের পর জোট সঙ্গীর হাত ছেড়ে যাওয়ার সিদ্ধন্তে আগামীটে কি হতে চলেছে সেই দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved