মহানগর ডেস্ক : আগামী ৩ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে রাজ্যের সমস্ত জেলার ডিএম, এসপিদের সঙ্গে কলকাতায় বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। লোকসভা নির্বাচনের আগে সমস্ত জেলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানতেই আরিজ আফতাব এই বৈঠক করছেন।
জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে রাজ্যের সবকটি জেলার ডিএম, এসপিদের নিয়ে বৈঠক করে হোমওয়ার্ক সেরে নিচ্ছেন আরিজ আফতাব। ৩ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এলে রাজ্যের সার্বিক চিত্রটি যাতে তাদের হাতে তুলে দেওয়া যায় তাই আগাম প্রস্তুতি সেরে রাখছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। লোকসভা ভোটের দিন ঘোষণার আগে শনিবারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে কথা ছিল আগামী ৪ মার্চ রাজ্যে আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তবে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৩ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। শুক্রবার কমিশনের তরফে নির্দেশিকা জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রাজ্যে থাকছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেশের মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমারের নেতৃত্বে ১২ জনের একটি দল ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রাজ্যে থাকছেন এবং রাজ্যে নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করবেন।
আগামী ৩ মার্চ রাজীব কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে পৌঁছেই প্রথমে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব এবং নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসবেন। ৪ মার্চ সকাল থেকে দফায় দফায় চলবে বৈঠক। ৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় এবং আঞ্চলিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও অন্যান্য আধিকারিকরা। বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলকে ১৫ মিনিট করে সময় দেওয়া হবে। ৪ মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার সাড়ে ১১টার ওর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমস্ত নির্বাচনী আধিকারিক, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার, আইজিদের সঙ্গে বৈঠক করবেন। ৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠকের পর ১১টা থেকে ১২ টা পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপির সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সাংবাদিক বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনার। সাংবাদিক সম্মেলন শেষে রাজ্য ছেড়ে দিল্লি রওনা হবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা।