HomeNational১৪৪ ধারাকে বুড়ো আঙুল! আইন লঙ্ঘন! রাজধানীতে গ্রেফতার ৫

১৪৪ ধারাকে বুড়ো আঙুল! আইন লঙ্ঘন! রাজধানীতে গ্রেফতার ৫

- Advertisement -

মহানগর ডেস্ক : রাজধানীর বুকে এ কী কাণ্ড! নিয়ম লঙ্ঘনে কিসের আনন্দ? ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও গাড়ির বেপরোয়া গতি। যদিও ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর দায়ে দিল্লির পশ্চিম জেলা পুলিশ গ্রেফতার করেছে ওই ৫ অভিযুক্তকে।পেরাগড়ির দিকে যাওয়া বিকাশপুরী ফ্লাইওভারে প্রায় ২০-২৫ জন দুষ্কৃতী তান্ডব করছিল বলে অভিযোগ। চলন্ত গাড়িতে রঙিন বোমা ফাটানো ছাড়াও এঁকে বেঁকে চালানো হচ্ছিল গাড়ি।

অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯ ও ১৮৮ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তিলক নগর থেকে গ্রেফতার হয়েছে ধৃতরা। গাড়িগুলিকেও শণাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি পশ্চিম বিচিত্রা বীর।

Most Popular