Home National অরুণাচল প্রদেশকে আকসাই চিন ভূখন্ডের অংশ বলে দাবি

অরুণাচল প্রদেশকে আকসাই চিন ভূখন্ডের অংশ বলে দাবি

by Admin
1 views

 

 

২০২৩ সালে চিন একটি নতুন “মানচিত্র” উপস্থাপন করে যেখানে অরুনাচল প্রদেশ এবং আকসাই চীনকে একটি নতুন অংশ হিসেবে দেখানো হয়। ২৮ শে আগস্ট এই নতুন মানচিত্রটি উপস্থাপন করা হয়। যেখানে চীন দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে নিজেকে উপস্থাপন করে।

এই মুহূর্তে চীন অরুণাচল প্রদেশের কিছু অংশের উপর দাবি রেখেছে। চীন এই দাবীর উপর কিছু যুক্তি পেশ করেছে সেটি হল যে এই স্থানগুলো বৃহত্তম তিব্বতের অংশ।

২০১৭ এবং ২০২১ সাল নাগাদ চীনের সিভিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আরেকটি রাজনৈতিক সংঘর্ষের সূত্রপাত অন্যান্য ভারতীয় অবস্থানের নাম পরিবর্তন করে করেছিল।চীনের সম্রসারণকারী পরিবর্তনের কথা নয়াদিল্লী সেই মুহূর্তে বলেছিল।

এর আগে বিদেশ মন্ত্রকের অফিসিয়াল মুখপাত্র অরিন্দম বাগচী বলেছিলেন যে অরুণাচল প্রদেশের জায়গাগুলোতে চীন আধিপত্য বিস্তারের চেষ্টা করে চলেছে এবং এই ব্যাপারে তিনি মন্তব্য করেছিলেন যে এর আগেও চিন বহুবার এই জায়গাগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved