Home National দিল্লির জল বোর্ডে দুর্নীতিতে ফের তলব, সমন এড়ালেন কেজরিওয়াল

দিল্লির জল বোর্ডে দুর্নীতিতে ফের তলব, সমন এড়ালেন কেজরিওয়াল

by Shreya Maji
45 views

মহানগর ডেস্ক:  দুর্নীতির মামলা কিছুতেই পিছু  ছাড়ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেতে না পেতেই ফের তাঁকে দিল্লির জল দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল। আজ তাঁকে  দিল্লি জল বোর্ডে (Delhi Jal Board) আর্থিক তছরুপের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব  করেছিল ইডি। সেই সমনই এড়িয়েছেন কেজরিওয়াল।

আম আদমি পার্টি (AAP)  এই সমনকেও “বেআইনি” বলে  দাবি করেছে। সেই সঙ্গেই কেজরিওয়ালকে টার্গেট করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে ব্যবহার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে অভিযুক্ত করেছে।  দিল্লি জল বোর্ডে কথিত অনিয়মের সঙ্গে যুক্ত একটি একটি মানি লন্ডারিং তদন্তে সোমবার কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করেছিল। আর্থিক দুর্নীতি  বিরোধী আইনের অধীনে নথিভুক্ত দ্বিতীয় মামলায় ৫৫ বছর বয়সী রাজনীতিবিদকে অভিযুক্ত করা হয়েছে।

জানিয়ে রাখা ভাল, তিনি ইতিমধ্যেই দিল্লি আবগারি নীতি-সংযুক্ত মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমনের মুখোমুখি হয়েছেন।  তবে কেজরিওয়াল এখন পর্যন্ত এই মামলায় আটটি সমন এড়িয়ে  যান এবং সেগুলিকে অবৈধ বলে  দাবি করেছেন। এই  হাজিরা দেওয়া নিয়েই আদালতের দারস্থ হয়েছিল ইডি। তবে সেই মামলায় আগাম জামিন পেয়েছেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তিনি গ্রেফতার হতে পারেন এই চর্চাও রাজনৈতিক মহলের অন্দরে কম হয়নি।

সমন নিয়ে আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশি  বলেছেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এই মামলা দায়ের করেছে, তা আমরা জানতামই না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে সমন পাঠিয়েছে ইডি। মিথ্যা মামলায় তাঁকে তলব করা হয়েছে।” অন্যদিকে  ইডির অভিযোগ, ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে দিল্লি জল বোর্ডে। সেই কারনেই এই মামলাতে মুখ্য়মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

You may also like