Home National ইজরায়েল-হামাস-এর যুদ্ধের জের, জোরদার করা হল দিল্লির নিরাপত্তা, জারি সতর্কতা

ইজরায়েল-হামাস-এর যুদ্ধের জের, জোরদার করা হল দিল্লির নিরাপত্তা, জারি সতর্কতা

by Shreya Maji
6 views

মহানগর ডেস্ক: ফিলিস্তিনি হামাস গোষ্ঠী ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের(Israel-Hamas War ) রেশ ক্রমশ বেড়েই চলেছে। এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে যুদ্ধ। ইজরায়েলের ওপর হামাস অতর্কিতে হামলা চালায়, আর তারপর থেকেই উত্তপ্ত দুই দেশ। এই যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। যুদ্ধের জেরেই এবার ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

সম্ভাব্য বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে।আজ শুক্রবারের নামাজের সময় দিল্লি পুলিশ সদস্যরা বিরাট বাহিনী নিয়ে রাস্তায় উপস্থিত থাকবেন। ইহুদি ধর্মীয় স্থাপনা ও ইসরায়েল দূতাবাসেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।  ইসরায়েলে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ অনেক দেশ “সম্ভাব্য ইহুদি লক্ষ্যবস্তু” এবং “ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের” চারপাশে নিরাপত্তা জোরদার করার পরে  এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে। চলমান যুদ্ধের কারণে ইসরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের অপারেশন অজয়ের অধীনে প্রথম  বিমানে করে  সরিয়ে নেওয়া  হয়েছে যা আজ  নয়াদিল্লিতে অবতরণ করেছে। যাত্রীরা দেশে ফিরেই তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন।

জানিয়ে রাখা ভাল, হামাস হল একটি ফিলিস্তিনি ইসলামি সশস্ত্র গোষ্ঠী যারা গাজা উপত্যকা শাসন করে। তাদের আক্রমণের(Israel-Hamas War ) পরেই ইজরায়েল গাজা উপত্যকা একের পর এক হামলা চালাচ্ছে। হামাসের ইসরায়েলে রক্তক্ষয়ী হামলার পর, ফ্রান্স জনশৃঙ্খলার স্বার্থে বৃহস্পতিবার সমস্ত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ নিষিদ্ধ করেছে।  ইসরায়েল   ( Israel) গাজা উপত্যকায় হামাস গোষ্ঠীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণের কথা জানিয়েছে। সেনারা  সীমান্ত বেড়া ভেঙ্গে এবং আকাশ, স্থল ও সমুদ্রের মাধ্যমে দেশের দক্ষিণে প্রবেশ করে। ইসরায়েলি সামরিক বাহিনী  জানিয়েছে ২২২ জন সেনা সহ ১,৩০০ জনেরও বেশি মানুষ   নিহত হয়েছেন। অন্যদিকে, হামাস শাসিত গাজা উপত্যকায়, মহিলা ও শিশুসহ অন্তত ১,৪১৭ জন নিহত হয়েছে বলেই সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে।

You may also like