Home National হাই-টেনশন তারের সংস্পর্শে পুড়ে ছাই একটি ট্রাক, ঘটনায় মৃত ১৫০ টি গবাদি পশু-সহ ৩ ব্যক্তির

হাই-টেনশন তারের সংস্পর্শে পুড়ে ছাই একটি ট্রাক, ঘটনায় মৃত ১৫০ টি গবাদি পশু-সহ ৩ ব্যক্তির

by Mahanagar Desk
52 views

মহানগর ডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা গুজরাতের আরভাল্লি জেলায়। সোমবার ওভারহেড হাই-টেনশন তারের সংস্পর্শে এসে একটি ট্রাকে আগুন ধরে নিহত হলেন এক দম্পতি এবং তাঁদের ছয় বছর বয়সী কন্যা। শুধু মানুষ নয়, এই ঘটনার শিকার ১৫০টি ছাগল ও ভেড়া। যারা মুহূর্তের মধ্যেই পুড়ে মারা গিয়েছে বলে জানালেন পুলিশ। ঘটনাটি ঘটেছে, সোমবার গুজরাতের আরভাল্লি জেলায় বামনওয়াদ গ্রামে সকাল ৯ টা নাগাদ।

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল ৯টার দিকে বামনওয়াদ গ্রামে রাজস্থানের রাখাল পরিবারের তিন সদস্য এবং তাঁদের গবাদি পশু বহনকারী গাড়িতে আগুন লাগে। যাতে সঙ্গে সঙ্গে মারা যান তাঁরা এবং তাঁদের গবাদি পশু। ঘটনার উপ-পরিদর্শক (এসআই) কোমল রাঠোর জানিয়েছেন, ট্রাক চালক গাড়িটিকে একটি চারণভূমির দিকে ঘুরিয়ে দিলে উচ্চ-টেনশন তারে সংঘর্ষ লাগে। এছাড়াও এই ঘটনার সময় তড়িঘড়ি সেখানে পুলিশ বাহিনী পৌঁছে নিহতদের উদ্ধার করেন।

এলাকার থানার এসআই বলেছেন, “ট্রাকটি হাই-টেনশন তারের সংস্পর্শে আসে এবং একটি শর্ট-সার্কিটের পরে আগুনে পুড়ে যায়। ফলে সেই পরিবারের তিন সদস্য এবং ১৫০ টি ছাগল ও ভেড়ার মৃত্যু হয়। নিহত দম্পতির বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।” কিন্তু তাঁদের পরিচয় এখনও পাওয়া যায়নি। রাজস্থানের রাখাল পরিবারের তিন সদস্য তাঁরা।

 

You may also like