মহানগর ডেস্ক: আগামীকাল যদি কোনও ডাকাত গান্ধী পদবি ব্যবহার করতে শুরু করে, তাহলে সে কি সাধু হয়ে যাবে? কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গান্ধী পদবি ব্যবহার নিয়ে ঠিক এভাবেই আক্রমণ শানালেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর এই সুবাদেই গান্ধী পদবি নিয়ে নতুন বিতর্কের সূচনা করে দিলেন তিনি। তাঁর দাবি কংগ্রেস সাংসদ একজন নকল মানুষ। হিমন্তের কথায়, প্রথম কথা হল গান্ধীজি ভারতের স্বাধীনতা অর্জন করেছিলেন। তারপরই তাঁরা গান্ধী পদবি ব্যবহার করা শুরু করে দেন।
ভারতে প্রথম কেলেঙ্কারি হল পদবি কেলেঙ্কারি। ওঁরা ভারত হতে চেয়ে দেশ দখল করতে চাইছে। বিজেপির মহিলা মোর্চার রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাহুল-সহ বিরোধীদের নিশানা করে হিমন্ত বলেন, ওঁরা ইন্ডিয়া নাম নিয়ে পাপ করেছেন, কারণ বিরোধীরা ইন্ডিয়ার গৌরবের জন্য কখনওই কিছু করেননি। তাঁদের ইন্ডিয়া নাম ব্যবহার করার কোনও অধিকার নেই। তাঁর আহ্বান, আসুন আমরা ভারত নিয়েই কথা বলি। তাঁর বিনীত অনুরোধ অন্তত রাহুল তাঁর পদবি বাদ দিন। কারণ ওই পদবি নকল।
বিরোধী জোট ইন্ডিয়া নাম তাদের জোটের নাম দেওয়ায় কড়া সমালোচনা করে হিমন্ত বলেন নিজেদের স্বার্থে শতবর্যের প্রাচীন দল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইন্ডিয়া ও ভারতকে ব্যবহার করেছে। অসমের মুখ্যমন্ত্রীর পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তারা বলেছে যখন অসম অনেক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে,তখন কারও একজনের পদবি সে রাজ্যের উদ্বেগের কারণ হতে পারে। মুখ্যমন্ত্রীকে প্রথমে রাজ্যের সমস্যা সমাধানে মন দিতে পরামর্শ দিয়েছে কংগ্রেস।