Home National ভয়াবহ অগ্নিকাণ্ড বাজির দোকানে, মৃত অন্তত ১৩

ভয়াবহ অগ্নিকাণ্ড বাজির দোকানে, মৃত অন্তত ১৩

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: এবার ভয়াবহ অগ্নিকাণ্ড কর্নাটকে বাজির দোকানে। মৃত অন্তত ১৩ জন। আহত আরও ৭ জন। ঘটনায় শোকপ্রকাশ কর্নাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর।শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর অ্যাটিবেলে একটি বাজির দোকানে আগুন লেগে যায়,এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।সূত্রের খবর,ওই বাজির দোকানে প্রথমে একটি বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় বিস্ফোরণের জেরে। অন্তত ১৩ জন শ্রমিকের সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ঘটনায় আরও ৭ জন শ্রমিক গুরুতরভাবে জখম হয়েছেন।

এই বাজি কারখানাটি কর্নাটকে-তামিলনাড়ু সীমান্তের খুব কাছে অবস্থিত। কর্নাটক পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার সময় কারখানায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ১৩ জনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কয়েকজনকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সবাইকে উদ্ধার করা হয়। আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কংগ্রেস শাসিত কর্নাটক প্রশাসন এই ঘটনায় প্রশ্নের মুখে।ওই বাজির দোকানটি আদৌ অনুমোদিত ছিল কিনা, অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল কিনা, প্রশ্ন তুলছে বিরোধীরা। ঘটনার পরই অবশ্য সেখানে ছুটে গিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানিয়েছেন, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। কারও গাফিলতি থাকলে শাস্তি হবে।কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও ঘটনায় শোকপ্রকাশ করেছেন।কর্নাটক সরকার মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে।সরকার আহতদের চিকিৎসার দায়িত্বও নিয়েছে।

You may also like