HomeNationalট্রেনিং শেষে মন্দিরের পৌরহিত্যের শংসাপত্র পেলেন তিন মহিলা

ট্রেনিং শেষে মন্দিরের পৌরহিত্যের শংসাপত্র পেলেন তিন মহিলা

- Advertisement -

মহানগর ডেস্ক: মেয়ে মানেই যে শুধু সংসার সামলাবে আর সন্তান মানুষ করবে এমনটা নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সবকিছুই। মেয়েরা যে কোনও অংশে কম নয় সেই প্রমাণ আগেও মিলছে। ঘর সামলানো থেকে শুরু করে যুদ্ধবিমান চালানো  মহিলারা কোনো দিকেই পিছিয়ে নেই।  মহিলা পুরহিত এটা যদিও নতুন কিছু নয় তবে সম্প্রতি যে খবর সামনে এসেছে তার প্রশংসা করেছেন অনেকেই। শংসাপত্র নিয়ে এবার পৌরহিত্ত করবেন তিন মহিলা।

তামিলনাড়ুতে ঘটেছে এই নজিরবিহীন ঘটনা। তিন মহিলা পেশা হিসাবে পুজো করাকে বেছে নিয়েছেন। তার জন্যই নিয়েছেন ট্রেনিং।   তিনজন যুবতীর নাম কৃষ্ণবেনী ,এস রম্যা ,এন রঞ্জিতা। তাঁরা  শংসাপত্র পেয়েছেন  তামিলনাড়ুর মন্ত্রী শেখর বাবুর থেকে। শ্রীনগর মন্দির থেকে তিন জন ট্রেনিং নিয়েছিলেন।  ২০২১ সালে ডিএম সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করা হয় যে জাত নির্বিশেষে পৌরহিত্ত করা যাবে। তবে পৌরহিত্ত করতে গেলে সবাইকে নিতে হবে ট্রেনিং। এই ঘোষণার পরে এই তিন যুবতি এই ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন।

রম্যা জানায় যে পৌরহিত্তের ঘোষণার পর তিনি এই ট্রেনিং নিতে শুরু করেন। ট্রেনিং বেশ কঠিন হলেও হাল ছেড়ে দেয়নি রম্যা। এই সুযোগ দেবার জন্য দেবতা এবং গুরুর প্রতি শ্রদ্ধা জানায়  তাঁরা। কৃষ্ণবেনি জানায় যে এই ট্রেনিংয়ের সাহায্যে দেবতা এবং মানুষের সেবার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে চান।  ট্রেনিংয়ের সাহায্যে পূজা পাঠ,রীতি,  মন্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয় শেখানো হয়। তিন মহিলাকে দেখে আরও অনেক মেয়েই এই কাজে এগিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে।

Most Popular