Home National মর্মান্তিক! ট্রাকের ধাক্কায় ঝরলো বহু তরতাজা প্রাণ

মর্মান্তিক! ট্রাকের ধাক্কায় ঝরলো বহু তরতাজা প্রাণ

ঘনাস্থলে মৃত্যু হয়েছে ৮ জনের।

by Pallabi Sanyal
74 views

মহানগর ডেস্ক : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। রাতের শহরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ জনের। ঘটনাস্থল বিহারের লক্ষ্মীসরাই। জানা যাচ্ছে, একটি অটো-রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ঘনাস্থলে মৃত্যু হয়েছে ৮ জনের। মোট ১৪ জন যাত্রী ছিলেন ওই অটো-রিকশায়। এর মধ্যে ৮ জনের মৃত্যু হলে বাকি ৬ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের পাটনার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

উক্ত ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

You may also like