HomeNationalউদ্বোধনের দিন প্রায় ৩ কোটির বেশি অনুদান পেয়েছে রামমন্দির

উদ্বোধনের দিন প্রায় ৩ কোটির বেশি অনুদান পেয়েছে রামমন্দির

- Advertisement -

মহানগর ডেস্ক: ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন মোট ৩ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে রামমন্দির। বলছে রামমন্দিরর ট্রাস্ট। পবিত্রতা অনুষ্ঠানের প্রথম দিনে রাম মন্দিরে ভক্তরা মোট ৩ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছেন।

মন্দিরের নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি অনিল মিশ্র বলেছেন, সোমবার ‘প্রাণ প্রতিষ্ঠা’-এর পর ১০ টি দান কাউন্টার খোলা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী), ভক্তরা মন্দিরের কাউন্টারে নগদ এবং অনলাইন অনুদানে নগদ নিবেদন করেছেন, মোট ৩.১৭ কোটি টাকা। মঙ্গলবার ৫ লক্ষেরও বেশি রাম ভক্ত মন্দিরে উঠতে হয়েছিলেন তিনি। এবং একই সংখ্যক ভক্ত বুধবারও উপস্থিত হয়েছিল।

মিশ্র বলেন, দর্শন যাতে সম্পন্ন হয় এবং সুসংগঠিতভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অফিস-কর্তা দত্তাত্রেয় হোসাবলে অযোধ্যার আশেপাশের সংঘ কর্মীদের মন্দির পরিষ্কারের দায়িত্ব নিতে এবং সুসংগঠিত মন্দির দর্শন পরিচালনায় সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

 

 

Most Popular