HomeNationalBan On Polygamy: এ বছরের শেষে বহুবিবাহ, লাভ জেহাদ নিষিদ্ধ করা নিয়ে...

Ban On Polygamy: এ বছরের শেষে বহুবিবাহ, লাভ জেহাদ নিষিদ্ধ করা নিয়ে বিল আনছে অসম সরকার

- Advertisement -

মহানগর ডেস্ক: একের বেশি বিয়ে (Ban On Polygamy)। এবার সেই বহুবিবাহ নিষিদ্ধ করতে আগামী ডিসেম্বরে রাজ্য বিধানসভায় বিল পেশ করতে চলেছে অসম সরকার। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসমের তিনসুকিয়া সর্বদলীয় বৈঠকে জানান আগামী দেড় মাসের মধ্যে রাজ্য সরকার অসমে বহুবিবাহ নিষিদ্ধ করা নিয়ে বিল চূড়ান্ত করতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার বহুবিবাহ নিষিদ্ধ করতে পারে কিনা, তা খতিয়ে দেখতে একটি আইনি কমিটি তৈরি করা হয়েছে।

এ ব্যাপারে ইতিবাচক ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রস্তাবিত বিল নিয়ে সরকার সাধারণ মানুষের মতামত ও পরামর্শ চাইছে। সরকার ইতিমধ্যেই ১৪৯টি পরামর্শ পেয়েছে। তার মধ্যে ১৪৬টি পরামর্শ বা মতামত বিলের পক্ষে। তাঁরা বহু বিবাহ নিষিদ্ধ করার পক্ষে মত জানিয়েছে। এর মধ্যে তিনটি পরামর্শ বহু বিবাহ নিষিদ্ধ করার বিপক্ষে বলে মুখ্যমন্ত্রী জানান। সরকারের এরপরের পদক্ষেপ বিলের খসড়া তৈরি করা। আগামী দেড় মাসের মধ্যে বিলের খসড়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর ধারণা ডিসেম্বরে বিলটি বিধানসভায় পেশ করা সম্ভব হবে। প্রসঙ্গত,এর আগে রাজ্য বিধানসভার আইনি বৈধতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। কমিটি গত ছয় আগস্ট তাদের রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছে। হিমন্ত বিশ্বশর্মা আরও জানান রাজ্যে লাভ জেহাদ নিষিদ্ধ করতে সরকার প্রস্তাবিত বিলে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে চলেছে।

অন্যদিকে আফসপা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। জানান সরকার ওই বিশেষ আইন তুলে নেওয়া হবে না লাগু থাকবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

Most Popular