Home National দেশে আরও ৯ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে, আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে আরও ৯ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে, আশ্বাস প্রধানমন্ত্রীর

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: ভারতীয় রেলওয়ে ব্যবস্থাকে আধুনিকীকরণে আরও জোর দিচ্ছেন এবার খোদ প্রধানমন্ত্রী। দেশের রেলওয়ে ব্যবস্থার দুর্ভাগ্যজনক ব্যবস্থার কারণে মাঝে মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। গত জুন মাসে ওড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় শ’খানেক। সেই কারণে এবার ভারতের রেলওয়ে ব্যবস্থার দিকে নজর দিলেন খোদ প্রধানমন্ত্রী (Narendra modi)। সরকার রেলওয়ে রূপান্তরের জন্য কাজ করছে জোরকদমে।

১১ টি রাজ্যের ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে সংযোজনের জন্যে দেশে আরও নয়টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande bharat express) চালু করা হচ্ছে। নতুন নয়টি বন্দে ভারত এক্সপ্রেস, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খন্ড এবং গুজরাট-সহ মোট ১১ টি রাজ্যের সঙ্গে দ্রুত সংযোগ সাধন করবে। ১৪০ কোটি ভারতীয়দের চাহিদা পূরণে সচেষ্ট হবে এই রেলওয়ে ব্যাবস্থা। ভারতের প্রায় ১১ কোটির বেশি যাত্রী ট্রেনে যাতায়াত করে, তাই বন্দে ভারত ট্রেনগুলির জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।

এই মূহুর্তে ভারতে ২৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে এবং এখন আরও নয়টি যোগ করা হবে।প্রধানমন্ত্রীর কথায়, “ভারতীয় রেলওয়ে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বিশ্বস্ত সহযাত্রী। কিন্তু দুর্ভাগ্যজনক যে এতদিন ভারতীয় রেলের আধুনিকীকরণে মনোযোগ দেওয়া হয়নি। কিন্তু এখন আমাদের সরকার ভারতীয় রেলের রূপান্তরের জন্য কাজ করছে। এখন আবার চন্দ্রযান-3-এর সাফল্যের কারণে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশে ছুঁয়েছে। এদিকে G20 শীর্ষ সম্মেলনের সাফল্য ভারতীয়দের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে। আবার ভারতে মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে আরও ঐতিহাসিক পথ পেরিয়েছে ভারত। তাই আগামিদিনে রেলওয়ে ব্যবস্থার উপর জোর দেবে ভারত।”

নতুন বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে রয়েছে,  উদয়পুর-জয়পুর, তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া-চেন্নাই (রেনিগুন্টা হয়ে), পটনা-হাওড়া, কাসারগোড-তিরুবনন্তপুরম, রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী, রাঁচি-হাওড়া, এবং জামনগর-আহমেদাবাদ। এই ট্রেনগুলি সারা দেশে সংযোগ উন্নত করা এবং রেল যাত্রীদের বিশ্বমানের সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের একটি পদক্ষেপ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved