HomeNationalBharat Instead Of India: ব্রিটিশদের দেওয়া নাম ইন্ডিয়ার বদলে দেশের নাম হোক...

Bharat Instead Of India: ব্রিটিশদের দেওয়া নাম ইন্ডিয়ার বদলে দেশের নাম হোক ভারত, দাবি তুললেন বিজেপি সাংসদ

- Advertisement -

মহানগর ডেস্ক: ইন্ডিয়া নামটা ব্রিটিশদের দেওয়া, যা অভিশাপের মতো। তাই ইন্ডিয়ার বদলে এ দেশের নাম ভারত করা হোক (Bharat Instead Of India)। অবিলম্বে ভারতের সংবিধান থেকেও ইন্ডিয়া নামটা বদলে ভারত করা হোক। এমনই দাবি তুললেন বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব। সংবাদ সংস্থা এএনআইকে সাংসদ জানান  দেশের মানুষ চাইছেন ইন্ডিয়ার বদলে দেশের নাম ভারত করা হোক। বিজেপি সাংসদ জানান ইন্ডিয়া শব্দ একটি অপমান, যা ব্রিটিশরা দিয়েছে।

কিন্তু ভারত শব্দটি হল এদেশের সংস্কৃতির প্রতীক। তাই তিনি চান দেশের সংবিধানে ইন্ডিয়ার বদলে ভারত শব্দটি যোগ করা হোক। এদিকে চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে এক জোট হওয়া বিরোধীদের জোটকে ইন্ডিয়া দেওয়া হয়েছে। যে জোটে আঠাশটি দল রয়েছে। দেশের মানুষের মনে তাই ইন্ডিয়া নামটি সেভাবে প্রভাব ফেলতে না পারে, সেজন্য বিজেপির সাংসদ এমন দাবি করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

.

 

Most Popular