Home National নমোর সঙ্গে হবে বিশেষ বৈঠক, G-20-র দু’দিন আগে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

নমোর সঙ্গে হবে বিশেষ বৈঠক, G-20-র দু’দিন আগে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

by Shreya Maji
0 views

নয়াদিল্লি:  আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বসবে জি-২০ সম্মেলন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিশ্বের বহু শীর্ষস্থানীয় নেতা। ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অবধি সবই ঠিক আছে তনে এর মধ্যেই যা নিয়ে চর্চা শুরু হয়েছে তা হল  G-20-র দু’দিন আগে ভারতে আসবেন বাইডেন। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। নির্ধারিত সময়ের দু’দিন আগে ভারতে আগমন নিয়েই চলছে চর্চা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৭ সেপ্টেম্বর ভারত সফর করবেন।  তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেই হোয়াইট হাউস ঘোষণা করেছে। চলতি বছরে G20-এর  সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ভারত। শীর্ষ সম্মেলনে ভারত বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। নয়াদিল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে আগামী  বৃহস্পতিবার বাইডেন G20 নেতাদের  নিয়ে হওয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে যাবেন। ৮ সেপ্টেম্বর বাইডেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শনিবার এবং রবিবার মার্কিন প্রেসিডেন্ট G20 শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, যেখানে   G20 অংশীদাররা পরিচ্ছন্ন শক্তির স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই সহ বৈশ্বিক সমস্যাগুলি মোকাবেলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

নেতারা সকলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলিও প্রশমিত করবে এবং বিশ্বব্যাংক সহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কগুলির সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা সহ দারিদ্র্যের সঙ্গে আরও ভালভাবে লড়াই করা যায়। জানিয়ে রাখা ভাল, G20 আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত। ইউরোপীয় ইউনিয়ন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved