Home National বড় বদল হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে! বিনা ভিসাতেই ৫৭ দেশ ভ্রমণের সুযোগ

বড় বদল হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে! বিনা ভিসাতেই ৫৭ দেশ ভ্রমণের সুযোগ

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ভেবেছিলেন বিদেশে ঘুরতে যাবেন!প্ল্যান-প্রোগাম সাজাতে পারেননি বেশি দিন আগে থেকে? তাই স্বভাবতই রেডি নেই ভিসা। মন খারাপ করবেন না। আপনি বিনা ভিসাতেই ঘুরে আসতে পারবেন বেশ কয়েকটি দেশে। তাই চটপট প্ল্যান সাজিয়ে ফেলতেই পারেন।শুধু এর জন্য আপনার কাছে থাকতে হবে ভারতের পাসপোর্ট।আপনি ৫৭টি দেশে বিনা ভিসায়, ভারতীয় পাসপোর্টের জোরে ভ্রমণ করতে পারবেন ‘ভিসা অন অ্যারাইভাল’-এর মাধ্যমে।

কী এই ভিসা অন অ্যারাইভাল?

ভিসা অন অ্যারাইভাল’ বলতে বোঝায়, যেসব দেশে আগাম ভিসা ছাড়াই যাওয়া যায়। ভিসা করিয়ে নিতে হয় সেই দেশের বিমানবন্দরে পৌঁছনোর পর। অর্থাৎ ভারতীয় পাসপোর্টের জেরে আগে থেকেই ভিসার ঝামেলা ছাড়াই ৫৭টি দেশে আপনি ঘুরে আসতে পারবেন।

বিনা ভিসায় ভ্রমণ করা যাবে কোন কোন দেশে?

শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টিমর-লেস্টে, টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনেশিয়া, বার্বাডোজ, ডিবোউটি, ডোমিনিকা, এল সালভাডর, ফিজি, গ্যাবন, গ্রেনেডা, গিনি, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, লাওস, মাকাও, মাদাগাস্কার, মালদ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিটানিয়া,ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, ক্যাম্বোডিয়া, কেপ ভার্ডে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, কাতার, রাওয়ানডা, সামোয়া, সেনেগাল, সেচেলস, সিরিয়া লিওন, সোমালিয়া, টুভালু, ভানুয়াটু ,জিম্বাবোয়ে ,মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, ওমান, নিউ, পালাও দ্বীপপুঞ্জ-তে বিনা ভিসাতেই আপনি যেতে পারেন।

তবে ভারতীদের ১৭৭টি দেশে প্রবেশে ভিসা প্রয়োজন হচ্ছে।ভারতীয়দের চিন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে প্রবেশে ভিসা লাগে।হেনলি পাসপোর্ট ইনডেক্সে সম্প্রতি চমকপ্রদ তথ্য উঠে এসেছে কোন দেশের পাসপোর্টের জোর বেশি সেই বিষয়ে।ভারত উঠে এসেছে সাত ধাপ উপরে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায়। ভারতের পাসপোর্ট হেনলি পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে রয়েছে ৮০ তম স্থানে। র‍্যাঙ্কিংয়ে অনেক রদবদলও হয়েছে।

সিঙ্গাপুরের পাসপোর্ট ,জাপানকে পিছনে ফেলে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে।সিঙ্গাপুরের পাসপোর্ট হাতে ১৯২ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন সেই দেশের নাগরিকরা। গত পাঁচ বছর ধরে তালিকার একেবারে উপরে ছিল জাপান। তবে এবার এশিয়ার এই দেশটি নেমে এসেছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ঠাঁই পেয়েছে ব্রিটেন। অষ্টম স্থানে রয়েছে আমেরিকা। তালিকায় সবশেষে নাম রয়েছে আফগানিস্তানের। বিনা ভিসায় ২৭টি দেশে এই দেশের নাগরিকরা ভ্রমণ করতে পারেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved