মহানগর ডেস্ক: একের পর এক ভয়াবহ কাণ্ডে পুরো ছেয়ে গেছে দেশ। বিহারের গোপালগঞ্জে বোনের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। নাবালিকার মা তাঁদের বাড়ির কাছে একটি ফ্লাইওভারের নীচে নগ্ন অবস্থায় দেখতে পান তাঁদের মেয়েকে।
সূত্রের খবর, ঘটনার দিন নাবালিকা তাঁর মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর তাঁর মা তাঁকে খাবার কিনে বাড়ি পাঠিয়ে দেয়। রাস্তায় অভিযুক্ত জিতেন্দ্র শাহর সঙ্গে তাঁর নাবালিকা ভাগ্নির দেখা হলে সে তাঁকে ভুলিয়ে একটি নদীর দিকে নিয়ে যায়, সেখানেই অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ করেন। বেশ কিছুক্ষণ বাড়ি না ফেরায় ধর্ষিতার পরিবার তাঁকে খুঁজতে শুরু করে। এরপর তাঁরা স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদ করার সময়, নাবালকের মাকে বলা হয় যে তার মেয়েকে তার মামার সঙ্গে নদীর দিকে যেতে দেখেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার তার মেয়েকে নগ্ন অবস্থায় একটি সেতুর নিচে কাঁদতে দেখতে পায়। অভিযুক্ত ব্যক্তি, ভাগ্নিকে নগ্ন অবস্থায় ফেলে দিয়েও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।