Home National বিপুল লক্ষী লাভের অধিকারী হল বিজেপি! কোন দলের ঘরে গেল কত?

বিপুল লক্ষী লাভের অধিকারী হল বিজেপি! কোন দলের ঘরে গেল কত?

by Mahanagar Desk
57 views

মহানগর ডেস্ক: ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে বিপুল লক্ষ্মীলাভ করল বিজেপি। লোকসভা নির্বাচনের আগের বছরও প্রত্যাশিতভাবে এই লক্ষীলাভ হল বিজেপির। রিপোর্টের তথ্য অনুযায়ী, গেরুয়া শিবিরের খাতায় ২০২৩ সালে মোট চাঁদার ৭০ শতাংশই গিয়েছে।তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি চাঁদার নিরিখে দু’নম্বরে। ৩ নম্বরে নেমে গিয়েছে কংগ্রেস।

ADR অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস -এর দেওয়া তথ্য অনুযায়ী,রাজনৈতিক দলগুলি ২০২২-২৩ অর্থবর্ষে চাঁদা বাবদ ৩৬৩ কোটি টাকা রোজগার করেছে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে। মোট ৩৯টি কর্পোরেট সংস্থা দিয়েছে এই চাঁদা। কর্পোরেট সংস্থাগুলি বিভিন্ন ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা দেয়।রাজনৈতিক দলগুলি এর বাইরেও ইলেক্টোরাল বন্ড এবং সরাসরি চাঁদার মাধ্যমে বিপুল আয় করে। গোপন থাকে সেই রোজগারের উৎস।

শুধু ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে যে চাঁদা উঠেছে তার ৭০ শতাংশ গিয়েছে বিজেপির খাতায়,ADR-এর দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।২৫৯ কোটি ৮ লক্ষ টাকা গেরুয়া শিবির পেয়েছে ট্রাস্টের মাধ্যমে।তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি দ্বিতীয় স্থানে। প্রায় ৯০ কোটি টাকার চাঁদা পেয়েছে তারা। কংগ্রেস, আপ এবং ওয়াইএসআর কংগ্রেস মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছে। যদিও অন্যান্য রাজনৈতিক দল এখনও কোনো তথ্য দেয়নি।

You may also like