HomeBengalবাকি আসনে অপেক্ষা করছে বড় চমক! বুধেই প্রকাশ পদ্ম-তালিকা!

বাকি আসনে অপেক্ষা করছে বড় চমক! বুধেই প্রকাশ পদ্ম-তালিকা!

- Advertisement -

মহানগর ডেস্ক : প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হলেও এখনও বাংলার ২২ আসনের প্রার্থীর নাম ঘোষণা বাকি বিজেপির। গোটা দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম প্রকাশিত হয়েছে ১৯৫ জনের যারা আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে বাংলার বাকি আসনে বড় চমক অপেক্ষা করছে বলেই মুখিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসবরগ্রহণের সিদ্ধান্ত নিতেই, তার রাজনীতিতে যোগদানের বিষয়টি স্পষ্ট হয়েছে। এদিকে বিজেপির টিকিটে তিনি তমলুক থেকে লড়তে পারেন বলে শোনা যাচ্ছে। ফলে বিজেপির পরবর্তী প্রার্থী তালিকায় সেই জল্পনার অবসান ঘটার আশায় সকলেই।

সম্ভবত, ৬ মার্চ প্রকাশ হতে পারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। ওই দিনই বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শোনা যাচ্ছে, সংসদীয় বোর্ডের সদস্য তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা পরামর্শ দিয়েছেন, লোকসভা ভোটের জন্য ৬ মার্চ দ্বিতীয় তালিকা প্রকাশ করুক দল। বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘বুধবার আমি নয়াদিল্লি যাচ্ছি।’ ফলে প্রার্থী তালিকায় কর্নাটকের প্রতিদ্বন্দ্বিদের নামও যে থাকবে তা স্পষ্ট।তবে তালিকায় নতুন মুখ থাকবে কি না, কর্নাটকের ২৮টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষস্তরের নেতারা।

প্রসঙ্গত, প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই গেরুয়া শিবির ধাক্কা খেয়েছে আসানসোল আসন থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে।নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আসানসোল আসন থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোজপুরী গায়ক পবন সিং। একইসঙ্গে বারাবাঙ্কি আসনের সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতও নাম প্রত্যাহার করেছেন। ফলে সেই জায়গায় কারা প্রার্থী হবেন সেটাও একটা বিষয়।

Most Popular