মহানগর ডেস্ক: তাঁর রাজনৈতিক শত্রুরা তাঁকে নিশানা করতে ব্ল্যাক ম্যাজিকের (BJP MLA Targets To Black Magic) আশ্রয় নিয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক লোকেন্দ্র প্রতাপ সিং। নিজের অভিযোগের স্বপক্ষে তিনি একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে কিছু শস্যের বীজ, বিধায়কের ছবি, ছোট্ট সিঁদূরের কৌটো, কৌটোর ঢাকনা খোলা এবং বোতলের মূলোর রস ও কয়েকটি ফল। বিজেপি বিধায়ক জানান চাঁদে ভারত পা রেখেছে, আর অনেকেই বলছে ওটা নাকি জাদুর কারসাজি। ঈশ্বর ওদের মাথায় সুবুদ্ধি দিন।
লখিনপুর খেরির মহম্মদীর বিধায়কের দাবি ভগবান শিব তাঁর সঙ্গে আছেন। রাজনৈতিক শত্রুরা যত যাই করুক না কেন, তাঁর কোনও ক্ষতি হবে না। বিধায়ক বলেন তিনি ভোলেনাথের অন্ধ ভক্ত। কোনও কারসাজি,জারিজুরি খাটবে না। একুশ শতকেও এ ধরণের মানুষ বিশ্বাস করেন বিজ্ঞান নয়, এ ধরণের কারসাজিই চাঁদে ভারতের বিক্রমকে পৌঁছে দিয়েছে। প্রসঙ্গত, ভারতের প্রত্যন্ত গ্রামগুলি ও আদিবাসী এলাকাগুলিতে কালো জাদুর কথা বিশ্বাস করে। মাঝেমাঝেই আজব রীতির নামে নরবলির কথাও শোনা যায়। যদিও এনিয়ে বিরোধী দলগুলির কোনও মন্তব্য পাওয়া যায়নি।