শ্রীনগর: নতুন করে কাশ্মীর আবার অশান্ত হয়ে উঠেছে। কয়েকদিন আগে টানা এক সপ্তাহ ধরে সেনা জঙ্গির গুলির লড়াই চলছে অনন্তনাগে। মৃত্যু হয়েছে দুই পক্ষেরই। সর্বদাই নজদারি চলছে সীমান্তে। এর মধ্যেই বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের লারকিপোরায় একটি গাড়ির ভিতরে বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের পরেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। তবে জম্মু ও কাশ্মীর পুলিশ এই ঘটনায় কোনও সন্ত্রাসী যোগ অস্বীকার করেছজ জম্মু ও কাশ্মীর পুলিশের মতে, “অনন্তনাগের লারকিপোরায় একটি গাড়ির ভিতরে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় কোনো সন্ত্রাসী যোগ নেই।” তবে যাই হোক বিস্ফোরণের পরেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।
কিভাবে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখা হবে বলেই জানিয়েছে পুলিশ। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জঙ্গিদের উপদ্রবের পর এই ঘটনায় এলাকার মানুষ রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন।