মহানগর ডেস্ক : ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিশাখাপত্তনম বন্দর। ৩৫ থেকে ৪০ টি মাছ ধরার নৌকা আগুনে ভস্বীভূত হয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়ায়।
ঘটনাটি ঘটে,রাত সাড়ে ১১ টা নাগাদ অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বন্দরে। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। একের পর এক নৌকা আগুনে জ্বলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ চালিয়ে যান দমকল বাহিনী। কমপক্ষে ৩০ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে এমনটাই দাবি করেছে মৎস্যজীবীরা। সূত্রে জানা গিয়েছে, বিশাখাপত্তনম বন্দরে আগুন লাগে রাত সাড়ে ১১ টা নাগাদ। ঠিক তারপরেই আগুন নিয়ন্ত্রনে আনতে সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। সর্তকতা জারি রাখতে বন্দরের আশেপাশে লোকজনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৎস্যজীবীদের অনুমান, কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে ইচ্ছে করে নৌকাগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। তদন্ত সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাতে বন্দরে নোঙর করানো একটি নৌকায় পার্টি চলাকালীন সেখানে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। সেই আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। মাছ ধরার নৌকার জ্বালানি ট্যাঙ্কে সেই আগুন পৌঁছে যাওয়ায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়।