Home National যাত্রী সহ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত ৫, জখম ১০

যাত্রী সহ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত ৫, জখম ১০

bus gose up in flames after touching live wire in up

by Mahanagar Desk
244 views

মহানগর ডেস্কঃ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ভয়াবহ অগ্নিকান্ড তৈরি হয় গাজীপুর জেলার একটি বাসে। বাসে থাকা পাঁচজন ব্যাক্তি ঘটনায় মারা যান, এবং আরও দশজন ব্যাক্তি ব্যাপক ভাবে আহত হয়েছে বলেই খবর সূত্রের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিপুর জেলায়। সেখানেই একটি বিয়েবাড়ির একটি বাসে ঘটেছে এই মর্মান্তিক দূর্ঘটনা। মুহূর্তেই সেই বিয়েবাড়ির আনন্দ শোকের ছায়ায় বদলে যায়।

জানা যাচ্ছে সেই বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। বাসটি সেই ৩০ জন যাত্রী সহ যাচ্ছিল একটি মন্দিরের দিকে। সেই মন্দিরই বিবাহ স্থান ছিল। সেখানে যাওয়ার পথেই কোনভাবে বৈদ্যুতিক তারের সংযোগে আগুন ধরে যায় গোটা বাসটিতে। তড়িঘড়ি বাস থেকে যাত্রীরা নামার চেষ্টা করলেও সবাই সক্ষম হতে না পাড়ায় ঘটনাস্থলে ৫জনের মৃত্যু হয়। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই জানা যাছে। ঘটনাস্থলে আগুন নেভাতে সাহায্য করতে দেখা যায় স্থানীয় এলাকাবাসীদের। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের।

আহতদের সেখান থেকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতপূরন ঘোষণা করেছেন। এবং ঘটনায় নিহতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

You may also like