মহানগর ডেস্ক: দশ লাখ টাকার আস্ত একটা বাসস্ট্যান্ড উধাও (Bus Stop Missing)! বেঙ্গালুরুতে বাসস্টপটি লাগানো হয়েছিল ঠিক এক সপ্তাহ আগে। সপ্তা কাটতে না কাটতে বাসস্টপের ইস্পাতের কাঠামো, যার দাম দশ লাখ টাকা, সেই গোটা বাসস্টপ উধাও হয়ে গেল। বাসস্ট্যান্ডটি বেঙ্গালুরুর কানিংহাম রোড বসানো হয়েছিল। সেটি দেখা শোনা করার কথা বেঙ্গালুরু মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশনের। তার আগেই পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানিশ বাসস্ট্যান্ডটি, যে ঘটনায় তীব্র আলোড়ন শুরু হয়েছে শহর জুড়ে।
বিএমটিসি বাসস্ট্যান্ডটি তৈরি করেছিল যে সংস্থা,সেই সংস্থার ভাইস প্রেসিডেন্টের দায়ের করা অভিযোগের পরই পুলিশ একটি চুরির মামলা রুজু করেছে। বাসস্ট্যান্ডটি চুরির একমাস পরে চুরির অভিযোগ দায়ের করা হয়। এ বছরের মার্চে রাতারাতি তিন দশকের পুরনো একটি বাসস্ট্যান্ড উধাও হয়ে যায়। ১৯৯০ সালে কল্যাণনগরে বাসস্ট্যান্ডটি দান করেছিল লায়ন্স ক্লাব। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে খবরটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার জন্য সেটি সরিয়ে দেওয়া হয়। বেঙ্গালুরু মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্তারা জানিয়েছেন যদি বাসস্ট্যান্ডটি সরানো হয়ে থাকে, তা বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকেই করেছিল। ২০১৫ সালে হরাইজন স্কুলের কাছে দুপনাহল্লি বাসস্টপটি রাতারাতি অদৃশ্য হয়। তার আগে ২০১৪ সালে কুড়ি বছরের পুরনো বাসস্টপ রাজরাজেশ্বরীনগর থেকে রাতারাতি উধাও হয়ে যায়।