Home National Case Against BJP Leader: উদয়ানিধির বিতর্কিত মন্তব্য নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, মামলা বিজেপি নেতার বিরুদ্ধে

Case Against BJP Leader: উদয়ানিধির বিতর্কিত মন্তব্য নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, মামলা বিজেপি নেতার বিরুদ্ধে

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে ডিএমকে মন্ত্রী উদয়ানিধির ভাষণ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বিজেপি নেতা অমিত মালব্যের (Case Against BJP Leader) বিরুদ্ধে দায়ের করা হল মামলা। এক্সে (পূর্বতন টুইটার) মালব্য লিখেছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে সনাতন ধর্মের অনুরাগীদের গণ-হত্যার ডাক দিয়েছেন। বিজেপি নেতার বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা,শত্রুতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

পাশাপাশি উদয়ানিধির মুণ্ডচ্ছেদ কেউ করলে তাকে দশ কোটি টাকা দেওয়ার ঘোষণার জন্য অযোধ্যার মহন্ত পীযূষ রাইয়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। মুণ্ডচ্ছেদের হুমকি প্রসঙ্গে উদয়ানিধি জানিয়েছেন তিনি এধরণের হুমকিকে ভয় পান না। তিনি করুণানিধির নাতি। যে তামিলনাডুর জন্য রেলের ট্র্যাকে ঘুমিয়েছেন। এ ধরণের হুমকিকে তাঁরা ভয় পান না।

এ মাসের দু তারিখে এক অনুষ্ঠানে ডিএমকের ক্রীড়ামন্ত্রী উদয়ানিধি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সনাতন ধর্মের অবলুপ্তি ঘটানো হোক। ম্যালেরিয়া,ডেঙ্গির মতো এর উচ্ছেদ ঘটানো দরকার। তারপরই দেশের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। দেশের পাঁচ রাজ্যে উপনির্বাচনের আগে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিকের প্রভাবশালী নেতা ডিএমকের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলের এ হেন বক্তব্যকে অস্ত্র করে আসরে নামে বিজেপি।   

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved