Home National বিশেষ কারণে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় ৪ সপ্তাহের জামিন পেলেন চন্দ্রবাবু নাইডু

বিশেষ কারণে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় ৪ সপ্তাহের জামিন পেলেন চন্দ্রবাবু নাইডু

by Shreya Maji
Published: Last Updated on 0 views

মহানগর ডেস্ক:  মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তেলেগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডুকে চিকিৎসার জন্য ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে(Chandrababu Naidu) স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে।

চন্দ্রবাবু নাইডুর হয়ে প্রতিনিধিত্বকারী আইনজীবীরা আদালতকে  জানিয়েছেন তার চোখে ছানি পড়েছে জার  অস্ত্রোপচার করতে হবে। স্বাস্থ্যের জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। আজ সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হবে বলে  জানা গিয়েছে। তবে জামিন পেলেও রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। জেলের বাইরে বেরালেও তিনি  সংবাদ মাধ্যমের সমানে বা দলের হয়ে কোনও প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না। নাইডুকে রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতির সঙ্গে জড়িত ৩৭১ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে গত মাসে  গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি রাজমুন্দ্রি কেন্দ্রীয় কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

ফৌজদারি তদন্ত বিভাগ দ্বারা প্রাক্তন মুখ্যমন্ত্রীর  গ্রেফতারের পর রাজ্যে রাজনৈতিক অস্থিরতা শুরু করে  যা টিডিপি সমর্থক এবং পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষের দিকে নিয়ে যায়। দলের নেতারা মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এবং তার সরকারের   নিন্দা করেছেন। নাইডু জেলে ৩ নম্বর কয়েদি হিসাবে রয়েছেন। জানিয়ে রাখা ভাল,  গত সপ্তাহে  অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী(Chandrababu Naidu) একটি বিশেষ আদালতে চিঠি লিখেছিলেন যে কারাগারে তিনি বন্দী রয়েছেন সেখানে নিরাপত্তার ত্রুটি নিয়ে অভিযোগ করেছেন এবং আরও ভাল ব্যবস্থার জন্য আবেদন করেছিলেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved