Home National পুজোতে চাই পছন্দসই সেলফি! মিলবে 5G সহ 20,000 এর মধ্যে বেস্ট স্মার্টফোন!

পুজোতে চাই পছন্দসই সেলফি! মিলবে 5G সহ 20,000 এর মধ্যে বেস্ট স্মার্টফোন!

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরে আসতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। হইহুল্লর খাওয়া-দাওয়া তো চলবেই! সাথে থাকবে সেলফিও।পুজোতে নিজেদের প্রিয় মানুষদের সঙ্গে বেরিয়ে কয়েকটা সেলফি না তুললেই নয়। তাই আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে বাজেটের মধ্যে কয়েকটি স্মার্টফোন সম্পর্কিত তথ্য।

মানুষ বর্তমানে ক্যামেরা বলতে এখন আর DSLR-এ সীমাবদ্ধ নেই।দারুণ লেন্স ও সেন্সর এখন দুরন্ত সব স্মার্টফোনেই পাওয়া যায়।এই প্রতিবেদনে আজ ঠিক সেরকমই সেরা 5 ক্যামেরা স্মার্টফোনের সন্ধান থাকল। সঙ্গে পাবেন কানেক্টিভিটি 5G।দাম 20,000 টাকার ভিতরেই।

Vivo T2 Pro

ভিভোর এই স্মার্টফোন খুব সম্প্রতি লঞ্চ হয়েছে। এতে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট পাওয়া যাবে। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। 5G সাপোর্ট সহ রয়েছে ভালো লেন্স। এই স্মার্টফোনও 20,000 টাকার কমে কিনে নিতে পারবেন আসন্ন সেল ও বিভিন্ন অফারের সাহায্যে ।

iQOO Z7 5G

বাজেটের মধ্যে 6.38 ইঞ্চি AMOLED ডিসপ্লে হাতে চলে আসবে। MediaTek Dimensity 920 প্রসেসর থাকছে সঙ্গে।20,000 টাকার নিচে রয়েছে এই স্মার্টফোনের দাম।এই দাম কমবেশি হতে থাকে বিভিন্ন অফার অনুযায়ী।প্রাইমারি ক্যামেরা সহ 64 মেগাপিক্সেল সঙ্গে 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে এই স্মার্টফোনে। পাশাপাশি,16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Moto G72 5G

5G স্মার্টফোন নতুন মটোরোলার।20,000 টাকারও কম যার দাম।এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন 108 মেগাপিক্সেলের। 16 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার সামনে দেওয়া হয়েছে। 5G কানেক্টিভিটি সহ 33 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এতে।সাথে রয়েছে 5,000mAh ব্যাটারি।

ওয়ানপ্লাস

নতুন 5G স্মার্টফোন ওয়ানপ্লাসের, যা এ বছরই লঞ্চ হয়েছে। এতে LCD প্যানেল মিলবে AMOLED ডিসপ্লের বদলে।ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চি।Qualcomm Snapdragon 695 প্রসেসর রয়েছে। এটির 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা খেলা জমাবে।রাত্রিবেলা স্মার্টফোনের ক্যামেরা বেশি ভালো কাজ করে ইউজার রেটিং অনুযায়ী।16 মেগাপিক্সেল রয়েছে সেলফি স্ন্যাপার।

এই স্মার্টফোন কমবেশি হতে থাকে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে।তবে এটি পেয়ে যাবেন 15,000 টাকার আশেপাশে।এতে ডিসপ্লে রয়েছে 6.6 ইঞ্চি LCD। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট,2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর,6,000mAh ব্যাটারি,50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং  সামনে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামের

 

You may also like