Home National গলল বরফ, G20 শীর্ষ সম্মেলনে ভারতের দিকে বন্ধুত্বের হাত চিনের..

গলল বরফ, G20 শীর্ষ সম্মেলনে ভারতের দিকে বন্ধুত্বের হাত চিনের..

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: নয়াদিল্লিতে বসবে ভারতে আয়োজিত G20 শীর্ষ সম্মেলন( G20 Summit 2023)। সেই বৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত না থাকলেও ভারতকে সমর্থন জানালো চিন। এই সপ্তাহে নয়াদিল্লিতে হাই-প্রোফাইল বিশ্ব সম্মেলনের সাফল্যের জন্য সমস্ত পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত বলে মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে শি জিনপিংয়ের দেশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার একদিন পর প্রধানমন্ত্রী লি কিয়াং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পরিবর্তে জি 20 সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করবেন। প্রেস বিবৃতিতে একথা তিনি নিজেই জানান।

৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা সম্মেলন সম্পর্কে প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, “আমরা এই বছরের শীর্ষ সম্মেলন আয়োজনে ভারতকে সমর্থন করি এবং G20 শীর্ষ সম্মেলন সফল করতে সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত আছি।” তিনি আরোও বলেন, G20 হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম। সীমানা বিরোধের উল্লেখ না করে মুখপাত্র বলেন যে, চিন-ভারত সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং “আমাদের দুই পক্ষ বিভিন্ন স্তরে সংলাপ ও যোগাযোগ বজায় রেখেছে”।

ভারত চিন সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী লি কিয়াং আরোও বলেন, “চিন-ভারত সম্পর্কের ক্রমাগত উন্নতি দুই দেশ এবং দুই জনগণের সাধারণ স্বার্থের জন্য কাজ করে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি ও অগ্রগতির জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত আছি”। প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় মারাত্মক সংঘর্ষের পর থেকে ভারত ও চিনের সম্পর্ক খুব একটা ভালো নয়। ভারত ও চিনা  সেনারা পূর্ব লাদাখের নির্দিষ্ট পয়েন্টে তিন বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষে  যুক্ত রয়েছে। যদিও উভয় পক্ষ কূটনৈতিক এবং সামরিক আলোচনার পরে বেশ কয়েকটি অঞ্চল থেকে ইতিমধ্যেই সরে গিয়েছে বলে খবর।

You may also like