Home National China Rejects Visa Of Arunachal Pradesh Players: অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের ভিসা দিল না বেজিং, চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয়মন্ত্রী

China Rejects Visa Of Arunachal Pradesh Players: অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের ভিসা দিল না বেজিং, চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয়মন্ত্রী

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের ওপর থেকে চিনের নজর কিছুতেই সরছে না (China Rejects Visa Of Arunachal Pradesh Players)। দীর্ঘদিন ধরে দুদেশের সীমান্ত সমস্যার মধ্যেই অরুণাচল প্রদেশের বহু অঞ্চল নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছিল তারা। কিছুদিন আগে তাদের দেশের প্রকাশ করা মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে নয়া দিল্লির বিরাগভাজন হয়েছিল জিনপিং সরকার। এবার অরুণাচল প্রদেশ নিয়ে নিজেদের আগ্রাসী ভাব প্রকাশ্যে এনে সে রাজ্যের অ্যাথলিটদের ভিসা ও অ্যাক্রিডিটেশন দিতে অস্বীকার করল।

আর তারপরই প্রস্তাবিত চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। শুক্রবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারত সরকার জানতে পেরেছে পূর্বপরিকল্পিতভাবে চিন সরকার অরুণাচল প্রদেশের কিছু খেলোয়াড়দের উনিশতম এশিয়ান গেমসে অ্যাক্রিডিটেশন ও ভিসা মঞ্জুর করা নিয়ে বৈষম্য দেখিয়েছে।

চিনে যাওয়ার অনুমতিও দেয়নি বেজিং। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান ভারতের দীর্ঘ ও ধারাবাহিক অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় নাগরিকদের ভিন্ন ধরণের ব্যবহার ভারত খারিজ করছে। অরুণাচল প্রদেশ ভারতের ছিল,আছে এবং থাকবে। অরুণাচল প্রদেশ এদেশের অবিচ্ছেদ্য অংশ। কেন্দ্রীয় সরকার চিনের এহেন ইচ্ছেকৃত আচরণের প্রতিবাদ জানিয়েছে। এশিয়ান গেমসের প্রত্যয় ও নিয়ম ভঙ্গ করেছে তাদের কার্যকলাপ বলে মন্তব্য করেছেন মুখপাত্র। তিনি জানান চিনের এমন পদক্ষেপ থেকে নিজেদের রক্ষা করার  অধিকার ভারতের রয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved