মহানগর ডেস্ক: বছর পেরোলেই লোকসভা ভোট। ভোটে বিজেপিকে পর্যুদস্ত করতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে আঠাশটি দলের বিরোধী জোট- ইন্ডিয়া (Co-ordination Committee Opposition Block Meet)। ইতিমধ্যে তিনটি বৈঠকেও বসেছিল জোটের শরিকরা। গড়া হয়েছে কো-অর্ডিনেশন কমিটি। এবার আসন রফা এবং প্রচার কৌশলের বিস্তারিত রূপরেখা তৈরির ব্যাপারে আজ আলোচনায় বসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার কোঅর্ডিনেশন কমিটি। প্রথম বৈঠকে উপরোক্ত দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে। দিল্লিতে আজ বিকেলে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে চোদ্দ সদস্যের গুরুত্বপূর্ণ প্যানেলের বৈঠক হতে চলেছে।
সূত্রের খবর বিরোধী দলগুলির নেতারা খুব তাড়াতাড়ি আসন রফার কাজ সেরে ফেলতে, যাতে আগামী লোকসভা ভোটে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে বিরোধীদের তরফ থেকে যৌথ প্রার্থী দেওয়া যায়। তবে একাধিক নেতা বিরোধী দলগুলিকে তাদের ইগো বিসর্জন দিতে হবে এবং কোনও কায়েমি স্বার্থ মাথাচাড়া দিতে পারবে না। যদিও আসন রফার ব্যাপারে কী যোগ্যতা নির্ধারিত হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষ আসনগুলিতে সাম্প্রতিক নির্বাচনগুলিতে দলগুলির ফলাফলকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
জানা গিয়েছে এদিনের বৈঠকে যদি আসন রফার বিষয়টি চূড়ান্ত না-ও হয়, তাহলেও তা নিয়ে সমস্যার সমাধান করা হবে। এদিনের বৈঠকে বিজেপিকে হটাতে নির্বাচনী প্রচার কৌশলের বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হবে। বৈঠকের আগে প্যানেলের সদস্য রাঘব চাড্ডা জানিয়েছেন সাধারণ মানুষের কাছে পৌঁছনো, যৌথ সমাবেশ ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার নিয়ে বৈঠকে আলোচনা হবে। একেকটি রাজ্যে একেক কৌশল নেওয়া হবে।
চাড্ডা জানিয়েছেন জোটকে সফল করতে প্রতিটি রাজনৈতিক দলকে তিনটি জিনিস বিসর্জন দিতে হবে। প্রথম হল মহৎ আকাঙ্ক্ষা, তারপর মতভেদ ও শেষে মনভেদ। আজই ইডি তলব করায় বৈঠকে যোগ দিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম এখনও প্রতিনিধি স্থির করে উঠতে পারেনি। সেপ্টেম্বরের ১৬-১৭ তারিখে পলিটব্যুরো বৈঠকের পর বিষয়টির নিষ্পত্তি হবে।