মহানগর ডেস্ক: সাপকে ভয় পায় না এমন মানুষ খুব কমই রয়েছে। তাও যদি আবার ঘুরতে গিয়ে কোবরার দেখা মেলে তাহলে তো পিলে চমকে যাওয়ার জোগাড়। আর সেটাই হয়েছে। গাড়ি থেকে পর্যটকরা নামতে গিয়ে দেখেন পায়ের কাছে ফনা তুলে দাঁড়িয়ে বিশালাকার সাপ। সাপ দেখেই আতঙ্কে কাঁটা হয়ে জায় পর্যটকরা। তারপরেই সাপ তাড়াতে আশেপাশের দোকান থেকে ফিনাইল এনে সকলে ছড়াতে থাকে। তাতেই সাপবাবাজির অবস্থা খারাপ। ফিনাইলের গন্ধে সাপটি জ্ঞান হারায়। সেই সাপকেই হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেন দিয়ে জ্ঞান ফেরানো হয়।
একটি বিরল ঘটনা ঘটেছে। সাপটি একটি এসইউভি গাড়ির আড়ালে ঘাপটি মেরে বসেছিল। কর্ণাটকের রায়চুরে হাট্টি স্বর্ণখনির কাছে ঘটনাটি ঘটেছে। ফিনাইল স্প্রে করার কারণে অজ্ঞান হয়ে যাওয়ার পরে একটি কোবরাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। সূত্রের খবর, কোবরাটিকে প্রথমে হাট্টি সোনার খনির কাছে একটি এসইউভির ভিতরে দেখা গিয়েছিল। তা দূর করতে কয়েকজন ফিনাইল স্প্রে করে। ফিনাইলের গন্ধ পেয়ে সাপটি অজ্ঞান হয়ে যায়। তারপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরে।
খবর পেয়েই বনদফতরের কর্মীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গেই সাপটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখনেই করা হয় চিকিৎসা। অক্সিজেন দেওয়ার পরেই জ্ঞান ফেরে।