Home National লোকসভায় দিল্লি-হরিয়ানা-গুজরাট-চণ্ডীগড়-গোয়ায় জোটের কথা ঘোষণা করল AAP-Congress

লোকসভায় দিল্লি-হরিয়ানা-গুজরাট-চণ্ডীগড়-গোয়ায় জোটের কথা ঘোষণা করল AAP-Congress

by Shreya Maji
33 views

মহানগর ডেস্ক:  লোকসভা নির্বাচনকে ঘিরে দেশজুড়ে তৎপরতা তুঙ্গে। বিজেপিকে হারাতে জোট গঠন করেছে বিরোধীরা। মাঝে সেই জোটে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা দেখা দিলেও সেই জট কেটেছে। ফের একসঙ্গে লড়াই করতে রাজি হয়েছে বিরোধী দলগুলি।  কে কতগুলি আসনে লড়াই করবে  এই চর্চার মধ্যেই দিল্লি-হরিয়ানা-গুজরাট-চণ্ডীগড়-গোয়ায় জোটের কথা ঘোষণা করল আপ এবং কংগ্রেস(AAP-Congress )।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়,  কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক  জানিয়েছেন দিল্লিতে AAP  ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কংগ্রেস  ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।    দিল্লিতে, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল  প্রতিদ্বন্দ্বিতা করবে – পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লি এবং নয়াদিল্লিতে এবং বাকি তিনটি – উত্তর পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি এবং চাঁদনি চকে গ্র্যান্ড ওল্ড পার্টি লড়াই করবে হরিয়ানায়, কুরুক্ষেত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে AAP। গোয়ায় কংগ্রেস দুটি লোকসভা আসনেই লড়বে। এদিকে, গুজরাটে ভারুচ আসনে লড়বে AAP ।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির ৭টি আসনেই জিতেছিল বিজেপি।

উল্লেখ্য, চণ্ডীগড় মেয়র নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোট তাদের প্রথম নির্বাচনী জয়ের কয়েক সপ্তাহ পরে AAP এবং কংগ্রেসের যৌথ সংবাদ সম্মেলনের সময় আসন ভাগাভাগির কথা ঘোষণা করা হয়েছিল। AAP গত সপ্তাহে দক্ষিণ গোয়ার জন্য প্রার্থী ঘোষণা করেছিল তবে মিত্রের জন্য সেই প্রার্থী প্রত্যাহার করবে। তবে শুধু আপের সঙ্গেই নয়  কংগ্রেস ইতিমধ্যেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে চুক্তি করেছে। দলটি উত্তর প্রদেশের  ১৭টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে । তবে  কংগ্রেস এবং শিবসেনা (ইউবিটি) নিয়ে মহারাষ্ট্রে অচলাবস্থা রয়ে  গিয়েছে এখনও। ৮  আসন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি উভয় পক্ষই।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved