Home National কংগ্রেস পরিবারবাদ-দুর্নীতি-তুষ্টির বাইরে চিন্তা করতে পারে না, কটাক্ষ PM Modi-র

কংগ্রেস পরিবারবাদ-দুর্নীতি-তুষ্টির বাইরে চিন্তা করতে পারে না, কটাক্ষ PM Modi-র

by Shreya Maji
26 views

মহানগর ডেস্ক:   লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ময়দানে নেমেছে শাসক ও বিরোধীরা।  চলছে একে অপরকে আক্রমণের পর্ব। এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)  শনিবার কংগ্রেসকে চেনা ছন্দে আক্রমণ করেছেন। তীব্র ভাষায় কটাক্ষ করে বলেছেন,  গ্র্যান্ড ওল্ড পার্টি ‘পরিবারবাদ’ (স্বজনপ্রীতি), দুর্নীতি এবং তুষ্টির বাইরে চিন্তা করতে পারে না এবং দেশের উন্নয়ন কখনই  তাঁদের এজেন্ডায় ছিল না।

প্রধানমন্ত্রী মোদী  ‘ বিকশিত ভারত বিকশিত ছত্তিশগড়’ প্রোগ্রামে ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে নিশানা করে বলেছেন,  “স্বাধীনতার পরে, কংগ্রেস দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে কিন্তু তাঁদের লক্ষ্য ছিল শুধুমাত্র সরকার গঠনের দিকে এবং দেশের ভবিষ্যত তৈরির দিকে নজর দেয়নি।” তিনি জাতিকে উৎসর্গ করেন এবং এই অনুষ্ঠানে ৩৪ হাজার কোটিরও বেশি মূল্যের দশটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বলেছিলেন যে ভারত আগামী পাঁচ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলে, ছত্তিশগড় উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাবে। লোকসভার আগে পূর্বের শাসক দলকে নিশানা করে  প্রধানমন্ত্রী বলেছেন, ” যারা স্বাধীনতার পর দীর্ঘদিন দেশ শাসন করেছেন, তাদের চিন্তাভাবনা বড় ছিল না এবং তারা (তাদের) রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে থাকে। কংগ্রেস বারবার ক্ষমতায় এসেছিল কিন্তু দেশের ভবিষ্যত গড়তে ভুলে গিয়েছিল। তাদের (কংগ্রেস) চিন্তা ছিল শুধুমাত্র একটি সরকার গঠন করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কখনই তাদের এজেন্ডায় ছিল না।”

এখানেই শেষ নয় কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেছেন,  “আজও কংগ্রেসের ‘দশা ও দিশা’ (পরিস্থিতি ও দিক) আগের মতোই। কংগ্রেস পরিবারবাদ, দুর্নীতি এবং তুষ্টির বাইরে চিন্তা করতে পারে না।  যারা শুধু তাদের ছেলে-মেয়ের ভবিষ্যৎ তৈরিতে ব্যস্ত তারা কখনোই  আপনার ছেলে-মেয়েদের  কথা ভাবতে পারে না। কিন্তু মোদীর কাছে আপনারা সবাই মোদীর পরিবার। আপনার স্বপ্ন মোদীর রেজোলিউশন। এই কারণেই আজ আমি উন্নত ভারত এবং উন্নত ছত্তিশগড়ের কথা বলছি।” কংগ্রেসকে নিশানা করার পাশাপাশি মোদী সরকারের গত ১০ বছরের খতিয়ান তুলে ধরেছেন। মোদী দাবি করেছেন, ছত্তিশগড়ের আগের কংগ্রেস সরকার দরিদ্রদের জন্য ঘর নির্মাণ বন্ধ করে দিয়েছিল কিন্তু নতুন বিজেপি সরকার তা ত্বরান্বিত করেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved