মহানগর ডেস্ক: দেশজুড়ে মণিপুর নিয়ে রীতিমতো তাণ্ডব চলছে। অশান্ত মণিপুরে দুই কুকি মহিলাকে বিবস্ত্র অবস্থায় ঘোরানোর ভিডিও ছড়িয়ে পড়তেই সহিংসতা আরও বেড়েছে। এবার মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন। তিনি এই অশান্তি নিয়ন্ত্রণের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে সেখানকার বিজেপির “অযোগ্য” মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। তিনি মণিপুরের এমন ভয়াবহ পরিস্থিতির জন্যে বিজেপিকে অভিযুক্ত করেছেন। মণিপুরের অসন্তোষ এখনও কাটেনি।
মঙ্গলবার রাতে ইম্ফলের সিংজামে RAF কর্মী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা, ৬ জুলাই থেকে নিখোঁজ দুই ছাত্রকে হত্যার প্রতিবাদে এখনও উত্তপ্ত মণিপুর। রীতিমতো বোমাবাজি চলছে সেখানে। ছাত্র আন্দোলনকারীদের মধ্যে এখনও পর্যন্ত ৪৫ জন ছাত্র আহত হয়েছেন। কংগ্রেস সভাপতি আরও দাবি করেছেন যে, “প্রায় ১৪৭ দিন ধরে মণিপুর অশান্ত, সেখানকার নিরীহ মানুষরা কষ্ট পাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদির সেখানে যাওয়ার কোনও সময় নেই। বিশেষ করে সহিংসতায় ছাত্রদের লক্ষ্যবস্তু করার ভয়ঙ্কর চিত্র দেখার পরেও প্রধানমন্ত্রী চুপ।”
এখানে স্পষ্ট যে, এই বিবাদে নারী ও শিশুদের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মণিপুরের মতো একটি সুন্দর রাজ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে শুধুমাত্র বিজেপির কারণে।” এখানেই থেমে নেই, তিনি আরও বলেন, এই সময়েই প্রধানমন্ত্রী মোদীর উচিত বিজেপির অযোগ্য মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করার। সেটিই হবে অশান্তি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ!” মঙ্গলবার রাতে ছাত্র ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) কর্মীদের মধ্যে সংঘর্ষের পর বুধবার সকালে ইম্ফলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়। সেই কারণে রাজ্য সরকার বুধবার স্কুলগুলির জন্য ছুটি ঘোষণা করে।