মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নতুন যুগের রাবণ সাজিয়ে পোস্ট করার অভিযোগে শতাব্দী প্রাচীন দলের নিশানায় বিজেপি (Congress Filed A Case Against BJP)। বিতর্কিত পোস্টার ঘিরে সমালোচনা,নিন্দার মধ্যেই বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক কংগ্রেস নেতা। কংগ্রেসের রাজস্থান ইউনিটের সাধারণ সম্পাদক যশবন্ত গুর্জর আদালতে তাঁর আবেদনে দুই বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মিথ্যে কথা বলে কোনও ব্যক্তির সুনামহানি),৫০০ (সম্মানহানি), ৫০৪ (ইচ্ছাকৃতভাবে অপমান) ধারায় মামলা দায়ের করার অনুমতি প্রার্থনা করেছেন। জয়পুরের মেট্রোপলিটন-১১-য় আবেদনটি করা হয়েছে। আগামী ন তারিখে আদালত আবেদনের শুনানির সিদ্ধান্ত নিয়েছে।
দুদিন আগে বিজেপির এক্সে অফিসিয়াল হ্যান্ডেলে রাহুল গান্ধীর একটি বিকৃত ছবি পোস্ট করা হয়। তারপরই দেখা দেয় প্রবল বিতর্ক। তীব্র নিন্দা করে কংগ্রেস ঘটনাটিকে মেনে নেওয়া যায় না বলে প্রতিক্রিয়ায় জানায়। ঘটনাটিকে আপাদমস্তক বিপজ্জনক বলে মন্তব্য করে তারা। কংগ্রেস নেতা গুর্জর জানিয়েছেন আদালত তাঁর আবেদন গ্রবণ করে আগামী ন তারিখে শুনানির দিন ধার্য করেছে। আবেদন বলা হয়েছে অভিযুক্ত অশুভ উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃতভাবে গত পাঁচ তারিখে পোস্টটি করেছে। অভিযুক্ত কংগ্রেসর সুনাম হানি ও দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজ করেছে। তারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এমন কাজ করেছে বলে আবেদনে জানানো হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে বিজেপি নেতারা ইচ্ছাকৃতভাবে রাহুলকে রাম ও ধর্মবিরোধী হিসেবে প্রচার করে তাঁর বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করার চেষ্টা করেছে। আবেদনকারী আদালতে আর্জি জানিয়েছেন ওই দুই অভিযুক্তের বক্তব্য নথিভুক্ত করে তার তদন্ত করা হোক। দেশজুড়ে বিতর্কিত পোস্টারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পোস্টারে রাহুলকে রাবণের দশ মাথার অবতার বানিয়ে শিরোনাম দেওয়া হয়েছে-ভারত খতরে মে হ্যায়। কংগ্রেসের নিবেদন। পরিচালনা-জর্জ সোরোস। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে বিজেপির বিরাগভাজন হয়েছিলেন হাঙ্গেরিতে জন্মানো মার্কিন ধনকুবের।