Home National একা লড়ার সিদ্ধান্তের মধ্যেই মমতার কাছে এল খাড়গের ফোন, রাজি হলেন কি মমতা?

একা লড়ার সিদ্ধান্তের মধ্যেই মমতার কাছে এল খাড়গের ফোন, রাজি হলেন কি মমতা?

by Mahanagar Desk
32 views

মহানগর ডেস্ক: কঠিন ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন, অন্তত বাংলায় কোনও জোটে তিনি নেই ভোটের আগে।বাংলার সবকটি আসনে লোকসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে।তিনি আসন ভাগাভাগি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু মমতাকে কংগ্রেস যে জোটে রাখতে মরিয়া, তা নেতাদের কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে।’মমতাকে ছাড়া জোট অসম্ভব’একথা কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন আগেই।কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবার সেই রাজনৈতিক জল্পনার মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতাকে ফোন করলেন।

বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড় ন্যায় যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।রাহুল অসম থেকে বাংলায় এসেছেন।তাঁর একাধিক কর্মসূচি রয়েছে আগামী কয়েকদিন ধরে। আর কংগ্রেস চায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই যাত্রায় অংশ নিন। রাহুলের পাশে যেন কয়েক মিনিটের জন্য হলেও গিয়ে দাঁড়ান মমতা,কংগ্রেস সেই অনুরোধই করেছে।মমতার খাড়গের সঙ্গে কথোপকথনের কথা জয়রাম রমেশ সামনে এনেছেন।

জয়রাম রমেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপিকে হারানো আমাদের লক্ষ্য ইন্ডিয়া জোট গঠন করে। আমরা বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়তে পারব না মমতাকে ছাড়া।তিনি ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অংশ।মমতার বড় ভূমিকা রয়েছে বিরোধী জোটের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে।

You may also like