Home National শ্বাসযন্ত্রে সংক্রমণ সোনিয়া গান্ধীর, হাসপাতালে ভর্তি 

শ্বাসযন্ত্রে সংক্রমণ সোনিয়া গান্ধীর, হাসপাতালে ভর্তি 

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হল।জানা গিয়েছে, হালকা জ্বরের উপসর্গ রয়েছে তাঁর। এই কারণে শনিবার সন্ধেয় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সোনিয়া, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শ্বাসযন্ত্রে সংক্রমণ রয়েছে।

সোনিয়া গান্ধীকে এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার হাসপাতালে ভর্তি করানো হল । এর আগে ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে গত ১২ জানুয়ারি তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর জ্বরের কারণে ২ মার্চ সোনিয়া গান্ধীকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

উল্লেখ্য, গত ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ছিল। সেই বৈঠকে যোগও দিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে।

You may also like