Home National Congress Minister Blasts: হিন্দু ধর্মের জন্ম কবে, সনাতন ধর্ম নিয়ে বিতর্কের মধ্যে নতুন করে বোমা ফাটালেন কর্ণাটকের কংগ্রেসমন্ত্রী

Congress Minister Blasts: হিন্দু ধর্মের জন্ম কবে, সনাতন ধর্ম নিয়ে বিতর্কের মধ্যে নতুন করে বোমা ফাটালেন কর্ণাটকের কংগ্রেসমন্ত্রী

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: ডিএমকের মন্ত্রী ও তামিলনাডুর মুখ্যমন্ত্রীর সনাতন ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যে নতুন করে বোমা ফাটালেন কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী জি পরমেশ্বর। এক অনুষ্ঠানে হিন্দু ধর্মের কবে জন্ম হয়েছে বলে প্রশ্ন তুলে নতুন করে বিতর্ক উসকে দিলেন তিনি (Congress Minister Blasts)।

মন্ত্রীর প্রশ্ন অনেক ধর্মেরই জন্ম হয়েছে। তো হিন্দু ধর্মের জন্ম কবে কখন হয়েছে। এর উৎস নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। এখনও তার উত্তর পাওয়া যায়নি। বৌদ্ধধর্মের জন্ম হয়েছে ভারতে। জৈন ধর্মের জন্ম হয়েছে এদেশে। ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্ম বিদেশ থেকে এসেছে। সব ধর্মই মানুষের মঙ্গলের জন্যই এই ধর্মগুলির সৃষ্টি হয়েছে।

এদিকে কংগ্রেসমন্ত্রীর এহেন মন্তব্যের পরই আসরে নেমেছে বিজেপি। দলের মুখপাত্র এস প্রকাশ রীতিমতো কড়া সুরে বলেন, কংগ্রেস বরাবরই সংখ্যাগুরু সম্প্রদায়ের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করে আসছে। তাঁর সঙ্গে সুরে সুর মিলিয়ে বিশ্ব হিন্দু পরিষদের বিনোদ বনশল বলেছেন এটা খুবই আশ্চর্যের যে পরমেশ্বর নামে একজন হিন্দুত্বের উৎস নিয়ে প্রশ্ন করছেন।

ইতিমধ্যেই ডিএমকের মন্ত্রী উদয়ানিধি স্ট্যালিনের সনাতন ধর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে ডিএমকে মন্ত্রীর আপত্তিকর মন্তব্য ঘিরে নিন্দার ঝড়। উদয়ানিধি এক অনুষ্ঠানে বলেন কিছু জিনিসকে বাধা দেওয়া যায় না। বদলে সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়াকে বাধা দিতে পারি না। ওগুলোর অবলুপ্তি ঘটানো দরকার। এদিকে উদয়ানিধির মুণ্ডচ্ছেদ যে করতে পারবে, তাকে দশ কোটি টাকা দেওয়া হবে বলে অযোধ্যার এক মহন্ত ঘোষণা করেছেন।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved