মহানগর ডেস্ক: ধুমধাম করেই পালন হচ্ছিল শিশুর জন্মদিন। অতিথিদের ভিড়, কেক কাটা, গান বাজনায় রীতিমতো সরগরম ব্যাঙ্কোয়েট হল। হলে এবং হলের বাইরে জমজমাট ভিড়। এরই মধ্যে পিসিআর থেকে পুলিশে ফোন করে কেউ জানালেন, জন্মদিনে ধর্মান্তর করার কাজ চলছে (Conversion Allegation)। খবর পেয়েই সেখানে ছুটে গেল পুলিশ। গিয়ে দেখল সেখানে ধর্মান্তর প্রক্রিয়ার কোনও প্রমাণ নেই।
শুক্রবার রাতে দিল্লির ওয়াজিরাবাদে এই ঘটনা ঘটে। সেখানে এক শিশুর জন্মদিনে ধর্মান্তরের অভিযোগ পাওয়ার পর পুলিশ গিয়ে হলে জমায়েত হওয়া জনাপঞ্চাশেক ব্যক্তিকে সেখান থেকে বের করে দেয়। হলের বাইরে থাকা তিনশো থেকে চারশোজন মানুষকে সরিয়ে দেয় পুলিশ। ব্যাঙ্কোয়েট হলের বাইরে থাকা পাঁচ থেকে ছজনকে আটক করা হয়।
এরপর ভিড়, হট্টগোল করা মানুষদের ভিড় ছত্রভঙ্গ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। ধর্মান্তরের ঘটনা আদৌ সত্যি কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জন্মদিনে উপস্থিত অতিথিদের থানায় ডেকে বয়ান নথিভুক্ত করে তারা। জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে তদন্তের পর কোনও প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।