মহানগর ডেস্কঃ সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হওয়ার দরুন, উত্তরপ্রদেশে নয় জনের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃত ৫জনের মধ্যে তিন জনই শিশু।
ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার, উত্তরপ্রদেশের লখনউয়ে কারোকরি এলাকায়, রাত সাড়ে ১০ টা নাগাদ। বিস্ফোরণের জেরে যেই ৫জনের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন, হিনা ২, উমা (৪), রাইয়া (৭), মুশির (৫০), হুসন বানো (৪৫) । বাকি ৪জন এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দমকলের পক্ষ থেকে জানা যাচ্ছে,মঙ্গলবার রাতে এলাকার একটি বাড়ি তে দুটি সিলিন্ডার পর পর ফাটে । আগুনের গতিবিধি বাড়তে থাকায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয়দের মতে, তারা আচমকাই একটি বিকট আওআজ শুনতে পেয়ে, তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। যেই বাড়িতে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল, ওই পরিবারে নজন বসবাস করতেন । আগুনের দাবানল যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য নিজেদের চেষ্টায় আগুন নেভানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে যান।
স্থানীয়লোকজন এবং দমকল কর্মীদের সহায়তায় ঘটনাস্থলে আগুন নিভিয়ে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে, চিকিৎসকেরা ৯জনের মধ্যে ৫জনকে মৃত বলে ঘোষণা করেন।